Gold and Silver Price

আড়াই লক্ষ পেরিয়ে গেল রুপো, দেড় লক্ষের দরজায় কড়া নাড়ছে সোনা

বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মধ্যে এমন একটা সময় এসেছিল যখন লগ্নি পণ্য হিসেবেই সোনাকে দেখতে শুরু করেছিলেন অনেকে। দামের চাপে পড়ে যাচ্ছিলেন গয়নার ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৫০
Share:

—প্রতীকী চিত্র।

এক দিনে রুপোর দাম বাড়ল ১৭,১০০ টাকা। জিএসটি যোগ করে পৌঁছে গেল ২.৫ লক্ষ টাকার ঘরে। পাল্লা দিয়ে এগোচ্ছে সোনাও। তার উত্থান ১৪৫০ টাকা। এ বার দেড় লক্ষে পৌঁছনোর অপেক্ষা!

শনিবার কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ২,৪৬,৩০০ টাকা। ৩% জিএসটি যোগ করে ২,৫৩,৬৮৯ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আর খুচরো রুপো ১০০ টাকা বেশি। পাশাপাশি, এই শহরে খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) পৌঁছেছে ১,৪০,২৫০ টাকায়। করের হিসাব কষে গুনতে হচ্ছে ১,৪৪,৪৫৭.৫০ টাকা। গয়নার সোনা ১,৩৩,৩০০ টাকা (কর বাদে)। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বছর শেষ হতে আরও তিন দিন বাকি। জিএসটি ছাড়া রুপোর আড়াই লক্ষের গণ্ডি পার করা অসম্ভব নয়। এখনও পর্যন্ত ধাতুটির দামের গতি তেমনই। একই ভাবে সোনাও দেড় লক্ষ পার করতে পারে।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মধ্যে এমন একটা সময় এসেছিল যখন লগ্নি পণ্য হিসেবেই সোনাকে দেখতে শুরু করেছিলেন অনেকে। দামের চাপে পড়ে যাচ্ছিলেন গয়নার ক্রেতারা। এখন অবশ্য ফের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা থেকে গয়না বা ধাতব সোনা কিনছেন তাঁরা। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সোনায় লগ্নির আগের মতোই জনপ্রিয়তা রয়েছে। ফলে তার দামের ধারাবাহিক উত্থান অব্যাহত। আর গয়না ও লগ্নির পাশাপাশি রুপোর চাহিদা বাড়ছে শিল্প ক্ষেত্রেও। ফলে তার চাহিদার ব্যাপ্তি এখন আরও বেশি। অথচ জোগান এখনও পর্যন্ত সীমিত। সেটাই বাড়িয়ে তুলছে দাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন