Gold Prices

ভারত-পাকিস্তান উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সোনা, কলকাতায় ফের পেরোল এক লাখের গণ্ডি

বিশেষজ্ঞদের বক্তব্য, অনিশ্চয়তায় ভুগে বহু লগ্নিকারী সোনা কিনছেন সুরক্ষিত বিনিয়োগ হিসেবে। এ দিন অবশ্য বিশ্ব বাজারে সোনার দাম কমেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০৮:২৪
Share:

জিএসটি যোগ করে দাম ফের এক লক্ষ টাকা পেরোল। —প্রতীকী চিত্র।

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ফের সোনার দামকে ঠেলে তুলল।
গত মাসে এক লাখে পৌঁছনোর পরে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার আগে তা কিছুটা নেমেছিল। জিএসটি যোগ করে দাম ফের এক লক্ষ টাকা পেরোল। মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) এক লাফে ৩০৫০ টাকা বেড়ে হয় ৯৭,৯৫০ টাকা। কর-সহ এক লক্ষ ছাড়ায়। বুধবার মূল দাম আরও বেড়ে হল ৯৮,২৫০ টাকা। কর ধরে ১,০১,১৯৭.৫০ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) কর নিয়ে হয়েছে ৯৬,২০২ টাকা।

বিশেষজ্ঞদের বক্তব্য, অনিশ্চয়তায় ভুগে বহু লগ্নিকারী সোনা কিনছেন সুরক্ষিত বিনিয়োগ হিসেবে। এ দিন অবশ্য বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। গয়না ব্যবসায়ীদের সংগঠন ‘অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল’-এর ডিরেক্টর সমর দে-র বক্তব্য, এমনিতে ভারতের দাম বিশ্ব বাজারকে অনুসরণ করে। তবে এই দফায় সেটা হয়নি। সোনা চড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনায়। ছোট দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলছেন, ‘‘এমনিতেই বাজার খারাপ ছিল। পরিস্থিতি কী দাঁড়াবে, তাই নিয়ে চিন্তায় আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন