প্রতীকী চিত্র।
বুধবারের পরে বৃহস্পতিবারেও কমল সোনার দাম। পাকা সোনা (২৪ ক্যারাট) এবং গয়নার সোনা (২২ ক্যারাট) দুইয়ের দামই কমেছে। মঙ্গলবার ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫২,৪৭০ টাকা। সেটা কমে বৃহস্পতিবার হয়েছে ৫১,১১০ টাকা। দু’দিনে কমেছে ১,৩৬০ টাকা। অন্য দিকে গয়নার সোনার দাম এই দু’দিনে ৪৮,১০০ টাকা থেকে কমে হয়েছে ৪৬,৮৫০ টাকা। কমেছে ১,২৫০ টাকা।
এর আগে এক দিনে অনেকটা কমেছিল গত ২৯ জুন। সে দিন ১০ গ্রাম পাকা সোনায় ৯৮০ টাকা এবং গয়নার সোনায় ৯০০ টাকা কমেছিল। কিন্তু জুলাই মাসের প্রথম দিন থেকেই সোনার দাম উপরে ওঠে। ১ জুলাই থেকে সোনায় আমদানি শুল্ক বাড়িয়ে দেয় কেন্দ্র। আগে এই শুল্কের পরিমাণ ছিল ৭.৫ শতাংশ। সেটা বেড়ে হয়েছে ১২.৫ শতাংশ। দেশে ডলারের অনুপাতে টাকার দাম কমতে থাকায় আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বাজারে সোনার দামে অনেকটাই প্রভাব পড়ে। কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে ১,৩১০ টাকা বেড়ে হয় ৫২,২০০ টাকা। আর সমপরিমাণ গয়না সোনা (২২ ক্যারাট) ১,২০০ টাকা বেড়ে হয় ৪৭,৮৫০ টাকা।
জুলাই মাসের পরের কয়েক দিনও সোনার দাম বাড়তে থাকে। অবশেষে বুধবার কমে। বৃহস্পতিবার ফের পতন হল। রথযাত্রায় অনেকেই সোনা বা গয়না কেনা শুভ বলে মনে করেন। কিন্তু রথযাত্রার দিনেই সোনার দাম আচমকা অনেকটা বেড়ে যাওয়ায় ধাক্কা খায় ব্যবস্যা।