হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারকে চ্যালেঞ্জ ছুড়ে মেসেজিং অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘অ্যালো’ আনল গুগ্ল। গ্রাহক টানতে যেখানে তাদের ‘অ্যাসিস্ট্যান্ট’ পরিষেবার সুবিধাও মিলবে। এর সাহায্যে চ্যাট করতে করতেই রেস্তোরাঁর অবস্থান জানা, ঠিকানা খোঁজা, ইউটিউব ভিডিও পাঠানোর মতো হাজারো কাজ করা যাবে। ভারতীয়দের জন্য হিন্দি ও ইংরাজি মেশানো ভাষায় কথা বলবে ‘অ্যাসিস্ট্যান্ট’। তবে বাজারে আসার এক দিনের মধ্যেই বিতর্ক সঙ্গী হয়েছে অ্যালোর। ব্যবহারকারীর তথ্য এই অ্যাপ গোপন রাখতে পারবে কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন। যাঁদের মধ্যে রয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁসে অভিযুক্ত প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনও। যদিও এই অভিযোগ খারিজ করেছে গুগ্ল।