গুগ্‌লের নতুন রাউটার

এক যন্ত্রের সঙ্গে অপর যন্ত্রের মেলবন্ধন ঘটাতে ও তার সাহায্যে জীবনযাত্রায় পরিবর্তন আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে গুগ্‌ল।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০১:২২
Share:

এক যন্ত্রের সঙ্গে অপর যন্ত্রের মেলবন্ধন ঘটাতে ও তার সাহায্যে জীবনযাত্রায় পরিবর্তন আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে গুগ্‌ল। এ বার তারই অঙ্গ হিসেবে নতুন ওয়াই-ফাই রাউটার ‘অন-হাব’ আনল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। প্রায় ২০০ ডলার মূল্যের এই রাউটারের সাহায্যে বাড়িতে বিভিন্ন যন্ত্রে এক সঙ্গে নেট ব্যবহার করা যাবে। চাইলে কোনও একটি যন্ত্রকে ভিডিও দেখা বা তথ্য ডাউনলোড করার জন্য বিশেষ প্রাধান্য দেওয়াও সম্ভব হবে বলে দাবি সংস্থার। গুগ্‌ল স্টোর, অ্যাজন, ওয়ালমার্টের সাইট থেকে এটি কেনা যাবে। উল্লেখ্য, বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় ঘটিয়ে স্মার্ট হোম গড়ে তোলার লক্ষ্যে গত বছরই ৩২০ কোটি ডলারে নেস্ট-কে অধিগ্রহণ করেছিল গুগ্‌ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন