Business News

পেটিএমকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল

এ বার পেটিএম-কে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে গুগল তেজ নামে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৪
Share:

আজই ভারতের বাজারে এসেছে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

এত দিন ভারতে ডিজিটাল পেমেন্টের বাজার কাঁপাত পেটিএম। একছত্র আধিপত্যে তারাই ছিল এক নম্বরে। এ বার পেটিএম-কে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে গুগল তেজ নামে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

Advertisement

আরও পড়ুন: অভিধানে থাকা এই শব্দগুলো আদৌ ইংরেজি নয়

কী এই গুগল তেজ? দেখে নেওয়া যাক এক নজরে—

Advertisement

• আজই ভারতে পা রেখেছে গুগল তেজ।

• অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবে এই অ্যাপ।

• গুগল অ্যাপের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করালেই সরাসরি টাকা ট্রান্সফার করা যাবে এই অ্যাপ থেকে।

• মোট আটটি ভারতীয় ভাষা সাপোর্ট করবে অ্যাপটি।

• ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাতি, কানাড়া, তামিল, তেলুগু ভাষা সাপোর্ট করবে গুগল তেজ অ্যাপটি।

• অ্যাপটি ব্যবহার করতে গেলে দরকার হবে গুগল পিন-এর।

• এরই মধ্যে অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং স্টেট ব্যাঙ্কের সঙ্গে জুটি বেঁধেছে গুগল তেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন