এসবিআইয়ের সঙ্গে তার পাঁচ সহযোগী ব্যাঙ্ককে মিশিয়ে দিতে বুধবার সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে মহিলা ব্যাঙ্ককে মেশানো নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যদিও তিনি জানান, বিষয়টি বিবেচনার মধ্যে আছে।
সহযোগীগুলি হল, স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর, ত্রিবাঙ্কুর, পাতিয়ালা, মহীশূর ও হায়দরাবাদ। ব্যাঙ্কগুলি মিশে গেলে দেশ-বিদেশ মিলে স্টেট ব্যাঙ্কের সম্পত্তি দাঁড়াবে ৩৭ লক্ষ কোটি টাকা। আগেই সংযুক্তিতে নীতিগত সায় দেয় মন্ত্রিসভা। তালিকায় ছিল মহিলা ব্যাঙ্কও।