—প্রতীকী চিত্র।
সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে ৭০ বছরের এক বৃদ্ধাকে মারধর করে জিনিসপত্র ছিনতাই করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগর নিয়োগী বাগান এলাকায়। দুষ্কৃতীরা অধরা।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে একা ছিলেন আক্রান্ত বৃদ্ধা। সেই সময় দু’জন অজ্ঞাত পরিচয়ের যুবক তাঁর বাড়িতে চড়াও হয়। বৃদ্ধা বাধা দিতে গেলে তাঁকে মারধর করে গয়না লুট করে। আক্রান্ত বৃদ্ধার চেঁচামেচিতে প্রতিবেশিরা জড় হলে, চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
প্রতিবেশীরা চন্দননগর থানায় খবর দেন। আক্রান্ত বৃদ্ধা যাঁর বাড়িতে থাকতেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।