ত্রাণ প্রকল্পে সায় দিতে নতুন শর্ত গ্রিসের

উন্নত দুনিয়ার প্রথম দেশ হিসেবে ঋণখেলাপি হিসেবে আইএমএফের খাতায় নাম উঠল গ্রিসের। আর, তার পরেই বুধবার ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ প্রকল্প শর্তসাপেক্ষে মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সরকারি খরচ কমানো ও যুক্তমূল্য কর বাড়ানোর শর্তে আপত্তি তুলেই ত্রাণ প্রকল্পে সায় দেয়নি গ্রিস। তবে ভাঁড়ার ফাঁকা, নগদের অভাবে ব্যাঙ্ক বন্ধ, ক্ষুব্ধ পেনশনপ্রাপকরা সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ১৯:৩৫
Share:

উন্নত দুনিয়ার প্রথম দেশ হিসেবে ঋণখেলাপি হিসেবে আইএমএফের খাতায় নাম উঠল গ্রিসের। আর, তার পরেই বুধবার ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ প্রকল্প শর্তসাপেক্ষে মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সরকারি খরচ কমানো ও যুক্তমূল্য কর বাড়ানোর শর্তে আপত্তি তুলেই ত্রাণ প্রকল্পে সায় দেয়নি গ্রিস। তবে ভাঁড়ার ফাঁকা, নগদের অভাবে ব্যাঙ্ক বন্ধ, ক্ষুব্ধ পেনশনপ্রাপকরা সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত। এই পরিপ্রেক্ষিতে ত্রাণ প্রকল্প মেনে নিয়ে কয়েকটি শর্ত জানিয়ে ইউরোপীয় ঋণদাতাদের কাছে লিখিত ভাবে আর্জি জানালেন সিপ্রাস। ওই আর্জিতে বলা হয়েছে:

Advertisement

• দ্বীপগুলিতে যুক্তমূল্য করে ৩০ শতাংশ ছাড় বহাল রাখা

• ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত পেনশন ক্ষেত্রে সংস্কার স্থগিত রাখা

Advertisement

• প্রতিরক্ষা খাতে খরচ কমানোয় বাড়তি সময়

বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের পরেই স্থির হবে গ্রিস সঙ্কটে আশার আলো দেখা যাবে কি না। মঙ্গলবার প্রধান ঋণদাতা জার্মানি ৫ জুলাইয়ের গণভোট পর্যন্ত আলোচনার দরজা বন্ধ করে দেওয়ার পরে তা ফের শুরু হয় কি না, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন