ফের কমলো জিএসটি আদায়ের অঙ্ক

গুজরাত, হিমাচলপ্রদেশে ভোটের দিকে তাকিয়ে গুয়াহাটিতে গত ১০ নভেম্বর জিএসটি পরিষদের বৈঠকে ঢালাও কর ছাড়ের কথা ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৩:০২
Share:

জিএসটি আদায় নভেম্বরে দাঁড়িয়েছে ৮০,৮০৮ কোটি টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত মাসে এই কর সংগ্রহ কমেছে। অক্টোবরে আদায়ের অঙ্ক ছিল ৮৩ হাজার কোটির বেশি।

Advertisement

গুজরাত, হিমাচলপ্রদেশে ভোটের দিকে তাকিয়ে গুয়াহাটিতে গত ১০ নভেম্বর জিএসটি পরিষদের বৈঠকে ঢালাও কর ছাড়ের কথা ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। যেখানে ২২৮টি পণ্যে সর্বোচ্চ ২৮% হারে কর চাপত, সেখানে তা নামিয়ে আনা হয় ৫০টিতে। জিএসটির হার কমানো হয় ১৮, ১২ এমনকী ৫ শতাংশের আওতায় থাকা বহু পণ্যেও। নতুন হার চালু হয় ১৫ নভেম্বর থেকেই। সংশ্লিষ্ট মহলের ধারণা, সেই ধাক্কাই লেগেছে রাজকোষে। অর্থ মন্ত্রক সূত্রে খবর, পরিষদের পরবর্তী বৈঠক আগামী ১৮ জানুয়ারি নয়াদিল্লিতে হওয়ার কথা।

রাজকোষে ধাক্কা

Advertisement

মাস আদায়

জুলাই ৯২,২৮৩

অগস্ট ৯০,৬৬৯

সেপ্টেম্বর ৯২,১৫০

অক্টোবর ৮৩,৩৪৬

নভেম্বর ৮০,৮০৮

সব হিসেব কোটি টাকায়

তথ্যসূত্র: অর্থ মন্ত্রক

নভেম্বরের কর আদায় হিসেব হয়েছে ২৫ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে। রিটার্ন জমার সংখ্যা ৫৩.০৬ লক্ষ। আদায় হওয়া ৮০,৮০৮ কোটি টাকার মধ্যে ৭,৭৯৮ কোটি এসেছে সেস খাতে, যা কাজে লাগানো হবে রাজস্ব কমলে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে। কেন্দ্রীয় জিএসটি বাবদ এসেছে ১৩,০৮৯ কোটি, রাজ্য জিএসটি খাতে ১৮,৬৫০ কোটি। সম্মিলিত জিএসটি ৪১,২৭০ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন