—প্রতীকী ছবি।
এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। এ বার বোনাস স্টক পাবেন তাঁরা। আগামী শনিবার, ১৯ জুলাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের সর্ববৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালন পর্ষদ। সেখানে অনুমোদন পেলে শুরু হবে বোনাস শেয়ার বিলি। স্টক বাজারে তালিকাভুক্তির পর এইচডিএফসি ব্যাঙ্কের তরফে এটা প্রথম পদক্ষেপ বলে জানা গিয়েছে।
বুধবার, ১৬ জুলাই বোনাস শেয়ার বিলির বিষয়টি যে বিবেচনাধীন, তা জানিয়ে দেয় দেশের সর্ববৃহৎ এই আর্থিক প্রতিষ্ঠান। পাশাপাশি, চলতি আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) অভ্যন্তরীণ লভ্যাংশও ঘোষণা করতে পারেন এইচডিএফসি কর্তৃপক্ষ। শেয়ার বাজারকে দেওয়া তথ্যে (এক্সচেঞ্জ ফাইলিং) এ কথা জানিয়েছে তারা। তবে লগ্নিকারীদের মধ্যে কারা কারা সম্ভাব্য বোনাস বা লভ্যাংশ পাবেন, তার নির্ধারিত রেকর্ড তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, শনিবার, ১৯ জুলাই পরিচালন পর্ষদের বৈঠকের পর চলতি অর্থবর্ষের (পড়ুন ২০২৫-’২৬) প্রথম ত্রৈমাসিকের (পড়ুন এপ্রিল থেকে জুন) ফলাফল ঘোষণা করবেন এইচডিএফসি কর্তৃপক্ষ। ২০১১ এবং ২০১৯ সালে স্টক বিভাজন করে সংশ্লিষ্ট বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, গত ছ’মাসে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর শেষ এক মাসের হিসাবে এতে দেখা গিয়েছে চার শতাংশের ঊর্ধ্বগতি।
বুধবার দিন শেষে ১,৯৯৬ টাকায় দৌড় থামায় এইচডিএফসি ব্যাঙ্কের স্টক। এতে ০.০২৫ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। ১৬ জুলাই এর শেয়ার সূচকের রং সবুজ থাকলেও দিনের মধ্যে সর্বোচ্চ ২,০২২ টাকায় উঠেছিল দাম। এ বছর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট স্টকটির দাম ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি, ১৩.৫১ কোটি শেয়ার বিক্রি করে বাজার থেকে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৯,৮১৪ কোটি পেয়েছে বলে জানা গিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)