Business News

সামার সারপ্রাইজ বাতিলের পরেও তিন মাস ফ্রি ডেটা পাবেন কী ভাবে?

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর ‘পরামর্শ’ মেনে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বাতিল হতে চলেছে জিও-র সামার সারপ্রাইজ অফার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মুকেশ অম্বানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১৪:৩১
Share:

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর ‘পরামর্শ’ মেনে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বাতিল হতে চলেছে জিও-র সামার সারপ্রাইজ অফার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মুকেশ অম্বানি। ‘জিও প্রাইম’ প্রকল্পের সময়সীমা বাড়ানোর সময় ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পে তিন মাস নিখরচায় পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছিল রিলায়্যান্স। কিন্তু হঠাৎই সেই অফার বন্ধের নোটিশ আসায় কপালে চিন্তার ভাঁজ জিও গ্রাহকদের।

Advertisement

আরও পড়ুন: নিখরচায় তিন মাসের প্রকল্প গোটাচ্ছে জিও

তবে দুঃসংবাদের মধ্যেও রয়েছে কিছুটা আশার আলো। অফার শেষ হলেও এখনও তিন মাস বিনামূল্যে পরিষেবা পেতে পারেন জিও গ্রাহকরা। কী ভাবে? সংস্থা সূত্রে জানা যাচ্ছে, যাঁরা ইতিমধ্যেই জিও প্রাইমের সদস্য হয়ে গিয়েছেন এবং ৩০৩ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করে নিয়েছেন তাঁরা এখনও বিনামূল্যেই পাবেন পরিষেবা। যাঁরা এখনও এই রিচার্জ করেননি তাঁরা যদি আজ রাতের মধ্যে রিচার্জ করেন তা হলে তাঁরাও এই পরিষেবা পাবেন। প্রাইম ও সামার সারপ্রাইজের সদস্যরা আগামী তিন মাস অর্থাৎ জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন। পাশাপাশি ডেটা রিচার্জ করার জন্য আরও ২৮ দিনের সুবিধাও পাবেন গ্রাহকরা। অর্থাৎ প্রায় চার মাসের ফ্রি পরিষেবা পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement