যাত্রী গাড়ি

অগস্টেও বাড়ল বিক্রি, চোখ উৎসবের মরসুমে

চাহিদা বৃদ্ধির হাত ধরে অগস্টেও দেশে যাত্রী গাড়ির বিক্রি বাড়াতে পারল বেশ কিছু সংস্থা। উল্লেখযোগ্য ভাবে বিক্রি বেড়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই, হোন্ডা, নিসানের। তবে কমেছে টাটা মোটরস, মহীন্দ্রা, ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটার মতো সংস্থার। গাড়ি শিল্পমহলের মতে, দেশের অর্থনীতির চাকা ঘোরার ইঙ্গিত মিলেছে। আর তাতে ভর করে বদল এসেছে ক্রেতাদের মানসিকতাতেও। ফলে তাঁরা ফের বিপণিতে ফিরছেন। যে কারণে বিক্রি বেড়েছে ছোট বা কমপ্যাক্ট গাড়িগুলির।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৭
Share:

চাহিদা বৃদ্ধির হাত ধরে অগস্টেও দেশে যাত্রী গাড়ির বিক্রি বাড়াতে পারল বেশ কিছু সংস্থা। উল্লেখযোগ্য ভাবে বিক্রি বেড়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই, হোন্ডা, নিসানের। তবে কমেছে টাটা মোটরস, মহীন্দ্রা, ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটার মতো সংস্থার।

Advertisement

গাড়ি শিল্পমহলের মতে, দেশের অর্থনীতির চাকা ঘোরার ইঙ্গিত মিলেছে। আর তাতে ভর করে বদল এসেছে ক্রেতাদের মানসিকতাতেও। ফলে তাঁরা ফের বিপণিতে ফিরছেন। যে কারণে বিক্রি বেড়েছে ছোট বা কমপ্যাক্ট গাড়িগুলির। পাশাপাশি, এত দিন পেট্রোল ও ডিজেলের দামে তফাত বেশি থাকায় ক্রেতারা ডিজেল গাড়ির দিকে ঝুঁকেছিলেন। কিন্তু ক্রমশ এই ফারাক কমে আসায় আসন্ন উৎসবের মরসুমে পেট্রোল গাড়িও বিক্রি বাড়ানোয় বড় ভূমিকা নেবে বলে তাদের আশা।

মূলত ছোট গাড়ির হাত ধরেই অগস্টে দেশের বাজারে বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি-সুজুকির বিক্রি বেড়েছে ২৯.৩%। ছাড়িয়েছে ৯৮ হাজার। হুন্ডাইয়ের বিক্রি বেড়েছে ১৯ শতাংশেরও বেশি। হোন্ডার বিক্রিও বেড়েছে ৮৮%। আর নিসানের ৬০%।

Advertisement

কয়েকটি গাড়ি নির্মাতার অবশ্য অগস্ট মাস খুব একটা ভাল যায়নি। যেমন, এই সময় দেশের বাজারে টাটা মোটরসের যাত্রী গাড়ির বিক্রি কমেছে ৫%। হয়েছে ১০,৯৭৫টি। বাণিজ্যিক ও যাত্রী গাড়ি মিলিয়ে দেশে সংস্থার বিক্রি কমেছে ১৮.৫৯%। এ ছাড়া, বিক্রি কমেছে টয়োটা কির্লোস্কর (৬.৫৯%), মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা (৫.৭২%), ফোর্ড (১৫%), জেনারেল মোটরসের (৩৬.৫৮%)।

তবে বিক্রি কমলেও এই সংস্থাগুলি মনে করছে, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। তার উপর সামনে উৎসবের মরসুম। ফলে গত মাসে সংস্থা ততটা ভাল ফল না-করলেও, আগামী দিনে সামগ্রিক ভাবে গাড়ি শিল্প ঘুরে দাঁড়াবে। ফলে বিক্রি বাড়া নিয়ে আশাবাদী তারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন