Sonakshi Sinha

সম্পর্কের তিন বছরের মাথায় মনোবিদের কাছে ছোটেন! তবুও কেন জ়াহিরকে বিয়ে করেন সোনাক্ষী?

সমাজমাধ্যমের পাতায় তাঁরা সুখী দম্পতি। কিন্তু, একটা সময়ে নাকি জ়াহিরের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তার পরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা, (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।

সাত বছরের সম্পর্ক সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের। বিয়ে হয়েছে বছরখানেক। জ়াহিরকে বিয়ে করায় নানা ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছে সোনাক্ষীকে। বার বার প্রশ্ন উঠেছে, তিনি ধর্ম পরিবর্তন করেছেন কি না! যদিও সমাজমাধ্যমে তাঁদের সুখী গৃহকোণের ছবি সর্বদা প্রকাশ্যে এসেছে। কিন্তু, জ়াহিরের সঙ্গে সম্পর্ক তিন বছর পেরোতেই নাকি মনোবিদের সাহায্য নিতে হয় অভিনেত্রীকে।

Advertisement

ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি সোনাক্ষীর পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী ও জ়াহির। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। জ়াহিরের সঙ্গে যে সুখে আছেন সোনাক্ষী, তা অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। নায়িকার কথায়, বিয়ে হওয়ার পর তাঁর মনে হয়েছে, আরও আগেই বিয়েটা করে নেওয়া উচিত ছিল। কারণ শ্বশুরবাড়িতে এতটাই যত্নে আছেন তিনি। কিন্তু, সব সময় তাঁদের সম্পর্ক এত মসৃণ ছিল না। সম্পর্কের বছর তিনেক পার হতেই নাকি একে অপরকে সহ্য করতে পারছিলেন না তাঁরা। জীবনের প্রতি তাঁদের দু’জনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। একটা পর্যায় আসে, যখন প্রায় চুলোচুলি হওয়া বাকি ছিল তাঁদের। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে সে কথা জানান অভিনেত্রী।

সেই জায়গা থেকে সম্পর্কের মোড় ঘোরে মনোবিদের সাহায্য। সোনাক্ষীর কথায়, ‘‘আমাদের সম্পর্কে একটা খুব কঠিন সময় এসেছিল। তখন জ়াহিরের কথা অনুযায়ী, দু’জনে ‘কাপ্‌ল থেরাপি’ নেওয়া শুরু করি। সত্যি বলতে, মাত্র দু’বার যেতে হয়েছিল আমাদের। তাতেই আমাদের সম্পর্ক সেই পুরোনো রাস্তায় ফিরে আসে।’’ এখন অনেক তারকাদম্পতিই ‘কাপ্‌ল থেরাপি’ নেন। একসময় আমির খান-কিরণ রাও থেকে ফারহান আখতার-শিবানি দাণ্ডেকররাও মনোবিদের সাহায্য নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement