‘ধুরন্ধর’ নিয়ে স্বামী আদিত্যের প্রতি আবেগপ্রবণ ইয়ামি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বহু প্রতীক্ষার পরে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ছবি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। অতিরিক্ত হিংসা প্রদর্শনের অভিযোগ উঠেছে। আবার অভিযোগ উঠেছে, অনুমতি না নিয়েই মেজর মোহিত শর্মার জীবন তুলে ধরা হয়েছে। মেজর মোহিতের বাবা ও মা ছবির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ছবির পরিচালক আদিত্যের স্ত্রী তথা অভিনেত্রী ইয়ামি গৌতম।
প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর’ মুক্তি পেতেই নেটপাড়ায় প্রশংসা শুরু হয়েছে। রণবীর সিংহ এই ছবিতে সেরা অভিনয় করেছেন বলেও অনেকে দাবি করছেন। আদিত্যের সাফল্য দেখে তাই ইয়ামি লেখেন, “আজ ‘ধুরন্ধর’ দিবস। ছবির সঙ্গে জড়িয়ে রয়েছেন আমার দেখা কিছু অতি নিষ্ঠাবান ও পরিশ্রমী মানুষ, যাঁদের আমি নিজের পরিবার বলতে গর্বিত বোধ করি।” আদিত্যের জন্য ইয়ামি লিখেছেন, “আদিত্য, তুমি এই ছবির পিছনে নিজের রক্ত জল করে পরিশ্রম করেছ। তোমার চোখের জল, তোমার মন ও নিষ্ঠা — সব রয়েছে এই ছবিতে। অনেক আবেগের কথা মাথায় আসছে। তোমরাই ধুরন্ধর।”
এই ছবি এখন শুধুই দর্শকের জন্য। মনে করেন ইয়ামি। নিজের পোস্টের শেষে তিনি লেখেন, “জয় হিন্দ।” ছবির প্রথম অর্ধ মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। প্রথম অর্ধই যথেষ্ট দীর্ঘ। দ্বিতীয় অর্ধ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ১৯ মার্চ।
রণবীর অভিনীত ছবিমুক্তির ঠিক আগেই ইয়ামি দাবি করেছিলেন, বলিউডে এক খারাপ হাওয়া বইছে। টাকা দিয়ে ছবির ইতিবাচক রিভিউ করানো হচ্ছে। টাকা না দিলে ছবির নেতিবাচক সমালোচনা হবে, এমন হুমকিও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ছবিতে পাকিস্তানের প্রসঙ্গ রয়েছে। আইএসআই আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এ ছাড়া অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না, সারা অর্জুন-সহ আরও অনেকে।