বিপদমুক্ত আরিফিন শুভ। ছবি: সংগৃহীত।
অগ্নিদগ্ধ জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বৃহস্পতিবার আসন্ন ছবি ‘মালিক’-এর সেটে আচমকা আগুন ধরে যায় তাঁর গায়ে। খবর, আহত অবস্থাতেই শুটিং করেন তিনি। বাংলাদেশসূত্রে খবর, আগের তুলনায় ভাল আছেন অভিনেতা।
আরও জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে আবারও শুটিং করছেন তিনি। শুক্রবারেও শুটিংয়ে যোগ দিয়েছেন অভিনেতা। পরিচালক শুটিং বন্ধ করতে চাইলেও শুভ চাননি কাজ বন্ধ হোক। প্রযোজকের ক্ষতি যাতে না হয় তার জন্যই শুটিং বন্ধ রাখতে চাইছেন না তিনি, খবর এমনই। তবে পায়ে ক্ষত রয়েছে তাঁর। আগুন নেভাতে গিয়ে হাঁটু কেটে গিয়েছে অভিনেতার। তবে বড় ধরনের চোট-আঘাত পাননি তিনি।
চিত্রনাট্য অনুযায়ী শরীরের নিচের অংশে আগুন নিয়ে শুটিং করার কথা অভিনেতার। সেই অনুযায়ী, নিরাপত্তা বজায় রেখেই শুভর পায়ের দিকে আগুন ধরানো হয়। আচমকা সেই আগুন দাউদাউ জ্বলে ওঠে। ঘিরে ধরে তাঁকে। শুভ প্রথমে নিজেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তীব্র তাপে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ইউনিটের বাকিরা ছুটে আসেন। সকলে মিলে আগুন নেভান। তত ক্ষণে তাঁর পা পুড়ে যায়। ছবিতে শুভর বিপরীতে বিদ্যা সিন্হা সাহা মিম।
অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। অভিনেতাকে ফোনে ধরা যায়নি। তিনি কথা বলেননি নিজের দেশের সংবাদমাধ্যমের সঙ্গেও।