আলিঙ্গনে ভিসা মেলে কি, কটাক্ষ রাহুলের

রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর উষ্ণ আলিঙ্গনের ছবি দেখা গিয়েছে বারবার। বাদ যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ বার আমেরিকায় ভিসা সমস্যা নিয়ে সেই প্রসঙ্গই টেনে আনলেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও ওয়াশিংটন শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০২:৪১
Share:

রাহুল গাঁধী

ডোনাল্ড ট্রাম্পকে আপ্লুত আলিঙ্গন। কিন্তু তাতেও ভিসার বরফ গলল কি? মার্কিন মুলুকে এইচ-১বি ভিসায় কড়াকড়ি নিয়ে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট-খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর উষ্ণ আলিঙ্গনের ছবি দেখা গিয়েছে বারবার। বাদ যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ বার আমেরিকায় ভিসা সমস্যা নিয়ে সেই প্রসঙ্গই টেনে আনলেন রাহুল।

বৃহস্পতিবার রাহুলের টুইট, ‘‘কিছু জিনিস আলিঙ্গন করে পাওয়া যায়। কিন্তু ভিসা নিজের নিজের ব্যাপার।’’ তাঁর এই মন্তব্যের সঙ্গে একটি কার্ড সংস্থার বিজ্ঞাপনের মিলও খুঁজে পেয়েছেন অনেকে।

Advertisement

মার্কিন ভূমিপুত্রদের কাজের সুযোগ করে দিতে এইচ-১বি ভিসায় কড়াকড়ি বাড়াচ্ছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে প্রস্তাব উঠেছে, এইচ-৪ ভিসায় কাজের সুযোগ বাতিলের। উল্লেখ্য, এইচ-১বি ভিসার কর্মীদের স্বামী বা স্ত্রীরা এইচ-৪ ভিসাতেই ওই সুযোগ পান। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির রিপোর্টও বলছে, ২০১৭ সালে ভারতীয় সংস্থার চেয়ে গুগ্‌ল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো মার্কিন সংস্থা বেশি ভিসা পেয়েছে।

ভিসার এই প্রস্তাব নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। তাঁর মতে, প্রস্তাব কার্যকর হলে তার প্রভাব পড়বে কর্নাটক থেকে মার্কিন মুলুকে যাওয়া বহু কর্মীর উপরে। চাপ বাড়িয়ে তাঁর প্রশ্ন, বেঙ্গালুরুতেও অনেক মার্কিন কর্মী কাজ করেন। তাঁদের স্বামী বা স্ত্রীকে কি সে ক্ষেত্রে ভারতে কাজ করতে দেওয়া উচিত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন