গ্রিসের জন্য ইউরোপের কাছে বাড়তি অর্থ দাবি আইএমএফের

গ্রিসকে পরবর্তী দফার আর্থিক ত্রাণ দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলির কাছ থেকে বাড়তি অর্থ দাবি করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেল্‌স শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০২:২৭
Share:

প্রস্তুতি: বৈঠকে ঢুকছেন গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোটোস। ব্রাসেল্‌সে। ছবি: এএফপি।

গ্রিসকে পরবর্তী দফার আর্থিক ত্রাণ দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলির কাছ থেকে বাড়তি অর্থ দাবি করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)।

Advertisement

বিষয়টি নিয়ে এক বছর ধরে চলা টানাপড়েনে ইতি টানতে ব্রাসেল্‌সে আইএমএফের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় দেশগুলির অর্থমন্ত্রীরা। সেখানেই দীর্ঘ আট ঘণ্টা ধরে আলোচনা চললেও ঐকমত্য হয়নি। আইএমএফের দাবি, প্রতিটি দেশ আলাদা আলাদা করে জানাক, কে কতটা দায় নিতে পারবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা বাড়তি তহবিল জোগাতে রাজি হলে তবেই ত্রাণ খাতে পরবর্তী দফার অর্থ হাতে পাবে গ্রিস। জুলাইয়ে ৭০০ কোটি ইউরোর ধার শোধ করার জন্য ওই ত্রাণ গ্রিসের পক্ষে জরুরি।

ত্রাণ পাওয়ার শর্ত হিসেবে গত সপ্তাহেই গ্রিস ফের ব্যয় সঙ্কোচের পথে হেঁটেছে। কর বাড়ানো ও পেনশন ছাঁটাই করে সরকারি খরচ কমানোর মতো অপ্রিয় সিদ্ধান্তে বিক্ষোভে উত্তাল হয়েছে আথেন্স। আইএমএফের ইউরোপীয় দফতরের প্রধান পল টমসেন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘ঠিক এটাই চেয়েছিলাম। এর ভিত্তিতেই গ্রিসের জন্য ঋণের কর্মসূচি ঠিক করতে হবে।’’ তিনি বলেন, ওই ঋণ দিতেই ইউরোপের বিভিন্ন দেশের কাছ থেকে বাড়তি অর্থ আইএমএফ তহবিলে জমা পড়া জরুরি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন