E-Scooter

বৈদ্যুতিক দু’চাকায় ভর্তুকি বৃদ্ধি, স্বাগত জানাল শিল্প

২০২৫ সালের মধ্যে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৬০ লক্ষে পৌঁছে যাবে বলেও আশা তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০৬:২৭
Share:

প্রতীকী ছবি।

বৈদ্যুতিক গাড়ির ব্যবহার এবং বাজার বাড়ানোর জন্য অনেক দিন ধরেই উৎসাহ দিচ্ছে কেন্দ্র। এ বার ফেম-২ প্রকল্পে দু’চাকার ওই ধরনের গাড়ির ভর্তুকি ৫০% বাড়ানোর কথা ঘোষণা করল তারা। গাড়ি সংস্থাগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বেশ কয়েকটি সংস্থার আশ্বাস, এই আর্থিক সুবিধা তারা ক্রেতাদের কাছে পৌঁছে দেবে। যার হাত ধরে দাম কমার ফলে বাড়বে বৈদ্যুতিক গাড়ির বাজার। ২০২৫ সালের মধ্যে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৬০ লক্ষে পৌঁছে যাবে বলেও আশা তাদের।

Advertisement

পেট্রল-ডিজেলের মতো পরিবহণ জ্বালানির দাম বেড়েই চলেছে। লিটার প্রতি দুই পেট্রোপণ্যের দামই ১০০ টাকা পার করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অবস্থায় বিদ্যুৎ চালিত গাড়ির গুরুত্ব আরও বাড়ছে। সরকারের সাহায্য যাকে আরও বেশ খানিকটা এগিয়ে দিতে পারে।

বৈদ্যুতিক গাড়ির দেশীয় স্টার্ট-আপ আথার এনার্জির সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও তরুণ মেহতা বলেন, ‘‘অতিমারির ধাক্কায় গাড়ির বাজার যখন কমেছে, তখনও বৈদ্যুতিক গাড়ির বিক্রি ব্যাহত হয়নি। অতিরিক্ত এই ভর্তুকির ফলে চাহিদা আরও বাড়বে বলেই আমাদের আশা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement