সূচক বাড়ল ৪৩৮

এক দিকে আমোরিকায় সুদের হার এখনই না-বাড়ার ইঙ্গিত, অন্য দিকে ব্যাঙ্কের বকেয়া ঋণ পরিশোধের জন্য বিজয় মাল্যের আগ্রহ প্রকাশ, এই দুইয়ের প্রভাবে তেজী হয়ে উঠল শেয়ার বাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০২:২৫
Share:

এক দিকে আমোরিকায় সুদের হার এখনই না-বাড়ার ইঙ্গিত, অন্য দিকে ব্যাঙ্কের বকেয়া ঋণ পরিশোধের জন্য বিজয় মাল্যের আগ্রহ প্রকাশ, এই দুইয়ের প্রভাবে তেজী হয়ে উঠল শেয়ার বাজার। বুধবার এর লাফে সেনসেক্স বেড়ে গিয়েছে ৪৩৮ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৫৩৩৮.৫৮ অঙ্কে। এ দিন ডলারে টাকাও ১৭ পয়সা বেড়ে যাওয়ায় বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৩৭ টাকা।

Advertisement

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘এক দিকে বিজয় মাল্য ঋণ শোধ করতে চেয়েছেন। অন্য দিকে জে পি অ্যাসোসিয়েটসও আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ মেটাবে বলে জানিয়েছে। আলট্রাটেকের কাছে তাদের সিমেন্ট কারখানা বিক্রি করে সেই টাকা দিয়েই তারা ব্যাঙ্কের ঋণ পরিশোধ করবে। ওই দুই শিল্প সংস্থা ব্যাঙ্কের ঋণ পরিশোধ করার জন্য যে-আগ্রহ দেখিয়েছে, তাতে শেয়ার বাজার উজ্জীবিত হয়ে উঠেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement