চিন-সহ বিভিন্ন দেশকে কম দামে পণ্য রফতানির নোটিস কেন্দ্রের

কম দামে নিম্নমানের ইস্পাত রফতানি করার জন্য চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো ইস্পাত রফতানিকারী দেশগুলিকে নোটিস পাঠাল কেন্দ্র। নোটিসে এই সব দেশের ইস্পাত সংস্থাগুলির বিরুদ্ধে উৎপাদনের তুলনায় কম দামে পণ্য রফতানি করার জন্য ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে এক সরকারি সূত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:২৮
Share:

কম দামে নিম্নমানের ইস্পাত রফতানি করার জন্য চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো ইস্পাত রফতানিকারী দেশগুলিকে নোটিস পাঠাল কেন্দ্র। নোটিসে এই সব দেশের ইস্পাত সংস্থাগুলির বিরুদ্ধে উৎপাদনের তুলনায় কম দামে পণ্য রফতানি করার জন্য ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে এক সরকারি সূত্র। শাস্তিমূলক ও অন্যান্য আমদানি শুল্ক সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেল (ডিজিএডি) এক সূত্রে খবর, মূলত হট রোলড কয়েল অব অ্যালয় এবং নন-অ্যালয় স্টিলের ক্ষেত্রেই এই নোটিস পাঠানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ভারতের বাজারে কম দামে আমদানি করা ইস্পাতে ছেয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিজিএডি-র কাছে আর্জি জানিয়েছিল বিভিন্ন ভারতীয় সংস্থা। এর ফলে দেশীয় সংস্থাগুলির আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলে দাবি করেছিল সেল, জেএসডব্লিউ স্টিল, এসার স্টিলের মতো সংস্থা। দেশের শিল্পকে উৎসাহ দিতে ইস্পাতের উপর আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত আগামী ২০১৮ সাল পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০১৫-’১৬ অর্থবর্ষের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে দেশে ইস্পাত আমদানির পরিমাণ তার আগের বছরের তুলনায় বেড়েছে ২০.৫ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement