India- America

ভারত চায় দ্রুত চুক্তি, ধীরে চলার মেজাজে আমেরিকা

ভারতের যতটা তাড়া, ততটাই যেন গয়ংগচ্ছ ভাব ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। দেখাতে চাইছে, তাদের কোনও তাড়া নেই। সম্প্রতি সে কথা বলেওছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ০৮:৪২
Share:

কেন্দ্রের লক্ষ্য ৯ জুলাইয়ের আগে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি করা। —প্রতীকী চিত্র।

আমেরিকা চড়া শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯০ দিন স্থগিত রাখায় যে সময় পাওয়া গিয়েছে, তা বিন্দুমাত্র নষ্ট করতে চায় না নয়াদিল্লি। সরকারি মহলের দাবি, শুল্কের হাত থেকে নিষ্কৃতি পেতে জুলাইয়ের মধ্যে আংশিক চুক্তি সারতে মরিয়া তারা। আলোচনা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে চাইছে। সে জন্য ওয়াশিংটন গিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু ভারতের যতটা তাড়া, ততটাই যেন গয়ংগচ্ছ ভাব ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। দেখাতে চাইছে, তাদের কোনও তাড়া নেই। সম্প্রতি সে কথা বলেওছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নয়াদিল্লির সূত্র বলছে, কেন্দ্রের লক্ষ্য ৯ জুলাইয়ের আগে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি করা। কারণ, ওই সময়েই শুল্ক স্থগিতের দিন শেষ হবে। তিনটি পর্যায়ে চুক্তি হতে পারে। প্রথম ধাপের অগ্রগতি পর্যালোচনা করতেই আমেরিকা গিয়েছেন গয়াল। মঙ্গলবার ওয়াশিংটনে সে দেশের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে কথা বলেছেন। দ্রুত চুক্তির লক্ষ্যে কথাবার্তা ভাল হয়েছে, এক্স-এ লিখেছেন মন্ত্রী।

সরকারি সূত্রের দাবি, প্রথম দফায় গাড়ি, বৈদ্যুতিন যন্ত্রাংশ, শুল্ক ছাড়া বাণিজ্যের অন্যান্য পাঁচিল ভাঙার মতো বিষয় থাকবে। আমেরিকার সঙ্গে মনমোহন সরকারের আমলে পরমাণু চুক্তি হয়েছিল ভারতের। তাতে বলা হয়, সে দেশের যে সব সংস্থা এখানে পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য পরমাণু চুল্লি বানাবে, তার আর্থিক দায় তাদেরই। সূত্রের খবর, মোদী সরকার চুক্তির প্রস্তাবে সেই দায় অনেকটা কমিয়েছে। আমেরিকার সংস্থাগুলিকে বিপুল সুবিধা দেওয়ার ইঙ্গিত দিয়ে এই সব কিছুই দর কষাকষির মধ্যে আনছে। তবে আমেরিকা ভারতে শূন্য শুল্ক চায়। অথচ তাদের বসান ১০% বহাল রাখার পক্ষে। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগেই জানিয়েছেন, দু’দেশের সুবিধা হবে, এমন চুক্তিই লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন