নির্বাচনে যোগ দিচ্ছেন জিৎ? রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদে বহাল থাকবেন? ছবি: সংগৃহীত।
ভোটের দামামা বাজতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’-এ। সংগঠনের ঘোষণা, ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে, ফোরামের একগুচ্ছ নতুন কর্মসূচির কথা জানতে পারল আনন্দবাজার ডট কম।
এ বছরের বৈশিষ্ট্য, এ বারের নির্বাচনে সমস্ত সদস্যের অবাধ প্রবেশ। ন্যূনতম সাত বছরের সদস্যপদ থাকলেই নির্বাচনের প্রার্থী হওয়া যাবে। তবে সভাপতি এবং কার্যসভাপতি পদের সম্ভবত কোনও নির্বাচন নেই। এই পদগুলিতে বহাল থাকবেন যথাক্রমে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিৎ এ বছরের নির্বাচনে যোগ দেবেন কি না, তা এখনও জানা যায়নি। পাশাপাশি, অভিনেতাদের অভাব-অভিযোগের উপর ভিত্তি করে একাধিক কর্মসূচির কথা ভেবেছে সংগঠন। এই কর্মসূচি সদস্য অভিনেতাদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান করবে বলেই আশা ফোরামের।
আর্টিস্ট ফোরামের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত।
ফোরামের কর্মসূচির তালিকায় কী কী থাকছে? তালিকার নমুনা আনন্দবাজার ডট কম-এর হাতে এসেছে। দীর্ঘ দিন ধরে অভিনেতাদের অভিযোগ, তাঁরা কাজ পাচ্ছেন না। এই সমস্যা মেটাতেই ফোরামের ওয়েবসাইটকে ঢেলে সাজানো হচ্ছে। থাকবে ‘মেম্বার্স কর্নার’। এই বিভাগে পাঁচশ টাকার বিনিময়ে সমস্ত সদস্য নিজের জীবনীপঞ্জি বা ‘পোর্টফোলিও’ তৈরি করে দিতে পারবেন। এর মাধ্যমে পরিচিতি বাড়বে সদস্যদের। যাঁরা কাজ খুঁজছেন, তাঁদের জন্য তৈরি হচ্ছে ‘কাস্টিং কর্নার’। এখানে বিনামূল্যে জীবনীপঞ্জি দিতে পারবেন সদস্যরা। ইতিমধ্যেই ২২০০টি সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে ফোরাম। এঁরা কর্মহীনদের কাজ দেন। থাকবে ‘ই-শুটিং ডায়েরি’। সেখানে প্রত্যেক দিনের কাজ সদস্যরা নিজেই লিখে জানাতে পারবেন। তার জন্য কোনও পদস্থ কর্মচারীর স্বাক্ষরের প্রয়োজন পড়বে না। পাশাপাশি, ফোরামে না এসেও যে কোনও জটিলতা বা সমস্যার কথা সংগঠনকে জানাতে পারবেন সদস্যরা।
প্রয়োজনীয় বিভাগগুলো সদস্যরা যাতে নিজেদের মুঠোফোনে ব্যবহার করতে পারেন, তার জন্য ‘মেম্বার্স কর্নার’ আর ‘কাস্টিং কর্নার’ অ্যাপ হিসাবে চালু করবে ফোরাম।
কবে থেকে এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল ফোরামের সঙ্গে। নির্বাচনের আগে সদস্যরা এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ। খবর, আগামী মাসের মধ্যেই সংগঠনের ওয়েবসাইট আর অ্যাপ চালু হয়ে যাবে।