Medicines

করোনায় চাপ, সঙ্গে সুযোগও

মঙ্গলবার বিভিন্ন শিল্পের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনার প্রভাব নিয়ে বৈঠক করেন। সেখানেও ওষুধ শিল্পের প্রতিনিধিরা তাঁদের আশঙ্কার কথা জানান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০২:২২
Share:

প্রতীকী ছবি।

ভারতের ওষুধ শিল্পে কাঁচামালের বড় অংশ আসে চিন থেকে। করোনাভাইরাসের প্রভাবে তার আমদানি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখতে চাইছে কেন্দ্র। বুধবার ওষুধ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বৈঠক করেন। সেখানে ভারতকেই কাঁচামাল তৈরির তালুক হিসেবে গড়ে তুলে আমদানি নির্ভরতা কমানো নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিভিন্ন শিল্পের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনার প্রভাব নিয়ে বৈঠক করেন। সেখানেও ওষুধ শিল্পের প্রতিনিধিরা তাঁদের আশঙ্কার কথা জানান। আর আজ দেশে ওষুধ শিল্পের পার্ক গড়ে তোলায় জোর দিয়েছে কেন্দ্র। আশ্বাস দিয়েছে পরিবেশ-সহ বিভিন্ন লাইসেন্স মঞ্জুরের পথ সহজ করার। এই শিল্পের ১২টি কাঁচামাল রফতানিতে বিধিনিষেধ জারির প্রক্রিয়াও শুরু হয়েছে।

অন্য দিকে, বিভিন্ন সংস্থার কাছ থেকে পণ্য কেনে সরকার। করোনার প্রভাবে তার সরবরাহও ব্যাহত হওয়ার আশঙ্কা। যদিও যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়ের মতো কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্রে এই সংক্রান্ত চুক্তিতে কিছু নমনীয়তা রয়েছে। আছে আলোচনা ও চুক্তি খারিজের সুযোগ। সরবরাহে সমস্যা হলে তা এই বিধির আওতায় আসবে বলে অর্থ মন্ত্রক জানিয়েছে। ফলে সরবরাহ না-করতে পারলেও, আইনি জট এড়ানো যেতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন