Swiss Bank

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের তহবিল তিন গুণ বৃদ্ধি পেয়ে ৩৭৬০০ কোটি টাকা

কেন্দ্র জানিয়েছে, বিদেশে গচ্ছিত যাবতীয় কর ফাঁকির সম্পদের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গিয়েছে মাত্র ৩৩৮ কোটি টাকা। যা কালো টাকা বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৮:৩২
Share:

ভারতীয়দের টাকা বাড়ল সুইস ব্য়াঙ্কে। —প্রতীকী চিত্র।

সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের জমা করা তহবিল ২০২৪ সালে তিন গুণ বেড়ে ৩৫০ কোটি সুইস ফ্র্যাঙ্ক-এ পৌঁছেছিল। ভারতীয় মুদ্রায় যে অঙ্ক প্রায় ৩৭,৬০০ কোটি টাকা। সে দেশের শীর্ষ ব্যাঙ্কের দেওয়া এই তথ্যকে কেন্দ্র করে সম্প্রতি শোরগোল পড়েছিল দেশে। এই প্রসঙ্গে রাজ্যসভায় সিপিএম সাংসদ জন ব্রিটাসের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির বক্তব্য, বিভিন্ন দেশে সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্কগুলির যে শাখা রয়েছে, তার আমানতের হিসাবও এর মধ্যে রয়েছে। কেন্দ্র জানিয়েছে, বিদেশে গচ্ছিত যাবতীয় কর ফাঁকির সম্পদের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গিয়েছে মাত্র ৩৩৮ কোটি টাকা। যা কালো টাকা বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন দেশে ভারতীয়দের গচ্ছিত করফাঁকির সম্পদের ভিত্তিতে ২০১৫ সালের জুলাই থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ২১,৭১৯ কোটি টাকা বকেয়া কর দাবি করেছে কেন্দ্র। কালো টাকা আইনে দাবি করা হয়েছে আরও ১৩,৩৮৫ কোটি টাকা জরিমানা। তার মধ্যে ৩৩৮ কোটি টাকা উদ্ধার করা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন