—প্রতীকী চিত্র।
বিশ্বের মোবাইল ফোনের অন্যতম বড় বাজার ভারত। অ্যাপল, স্যামসাং থেকে শুরু করে বহু সংস্থার ফোনও এখানে তৈরি হয়। অথচ এখনও পর্যন্ত এ দেশ থেকে ফোনের কোনও আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরি হয়নি। এই ছবিই পাল্টে যাবে বলে বৃহস্পতিবার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠকে তাঁর বার্তা, ‘‘ভারতে এখন বৈদ্যুতিন পণ্য নির্মাণের পরিবেশ তৈরি হয়েছে। সরকারের তরফে সমস্ত পর্যালোচনাও সারা। মোবাইলে হাজার হাজার যন্ত্রাংশ থাকে। নির্মাতাদের সঙ্গে গত দু’দিন বৈঠক হয়েছে। আর এক-দেড় বছরের মধ্যেই ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড বাজারে আসতে শুরু করবে।’’
কয়েক বছর ধরেই দেশে উন্নত মানের চিপ তৈরিতে জোর কেন্দ্রের। বিশেষত, করোনায় চিপের অভাবে মোবাইল, গাড়ি-সহ বিভিন্ন শিল্প ধাক্কা খেয়েছিল। এখনও পর্যন্ত দেশে ১৩০ কোটি ডলারে (প্রায় ১২,০০০ কোটি টাকা) ছ’টি চিপ কারখানা গড়তে সায় দিয়েছে সরকার। জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি উন্নয়ন ও গবেষণায়। ভারতীয় ব্র্যান্ডের মোবাইল সেই উদ্যোগেরই পরবর্তী অঙ্গ বলে মত সংশ্লিষ্ট মহলের।
দেশে সেমিকনডাক্টর, কৃত্রিম মেধার (এআই) মতো প্রযুক্তির উন্নয়নে লগ্নিতে জোর দেওয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি উন্নয়ন এবং স্থিতিশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বলে মনে করে উপদেষ্টা সংস্থা কেপিএমজি-ও। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে প্রকাশিত রিপোর্ট বলছে, চিপ কারখানা ছাড়াও প্রযুক্তি গবেষণায় ২২০ কোটি ডলার (প্রায় ২০,০০০ কোটি টাকা) বরাদ্দ করেছে কেন্দ্র। জোর দেওয়া হয়েছে দেশেই এআই প্রযুক্তি গড়ার উপরে। এই সবই আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি পণ্য ও পরিষেবার নতুন মান তৈরিতে সাহায্য করছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে