Viral Video

চারপেয়ে যাত্রীকে দেখে চমকে গেলেন অ্যাপ বাইকচালক! একটি প্রশ্ন করে রাজি হলেন গন্তব্যে পৌঁছে দিতে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোহিতভ্লগস্টার’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

অসুস্থ পোষ্যকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেছিলেন প্রৌঢ়। কিন্তু চালক জানতেন না কুকুরকে বাইকে বসিয়ে নিয়ে যেতে হবে তাঁকে। যাত্রীকে নিতে এসে অবাক হয়ে গেলেন তিনি। কুকুরকে নিয়ে যেতে হবে শুনে ভয়ও পেলেন। কিন্তু ঝামেলা করলেন না। বিশেষ একটি প্রশ্নের উত্তরে সন্তু‌ষ্ট হয়ে কুকুরটিকে নিয়ে যেতেই রাজি হলেন তিনি। মন ভাল করা ঘটনাটি ঘটেছে লখনউয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রীকে ‘পিক-আপ’ করতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন এক অ্যাপ বাইকচালক। সেখানে পৌঁছে তিনি দেখেন, এক প্রৌঢ় তাঁর পোষ্য কুকুরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রৌঢ় জানান, তিনি পোষ্যকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেছেন। শুনেই চমকে যান তরুণ চালক। জানান, তিনি কুকুরে ভয় পান। তবে তিনি নিয়ে যেতে পারেন যদি কুকুরটি তাঁকে না কামড়ায়। তখন কুকুরের মালিক সেই কথা শুনে অভয় দেন যে, পোষ্য কিছু করবে না। এর পরেই প্রৌঢ় এবং কুকুরটিকে বাইকে চাপান চালক। রওনা দেন গন্তব্যের দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোহিতভ্লগস্টার’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই ওই চালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণকে কুর্নিশ। অনেকেই এ রকম পরিস্থিতিতে যেতে রাজি হন না। কিন্তু তরুণ গিয়েছেন। পৃথিবীতে আরও এমন মানুষের প্রয়োজন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement