Bhopal Tragedy

লিফ্‌টের গর্তে পড়ে গিয়েছিলেন বৃদ্ধ, অজান্তে ১০ দিন ধরে আবাসনের লিফ্‌ট চলল দেহের উপর দিয়েই! মর্মান্তিক ঘটনা ভোপালে

মৃত বৃদ্ধের নাম প্রীতম গিরি গোস্বামী। ভোপালের একটি বহুতল আবাসনের বাসিন্দা ছিলেন তিনি। গত ৬ জানুয়ারি কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রীতম। কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরে না আসায় তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:১২
Share:

—প্রতীকী ছবি।

বহুতল আবাসনের লিফ্‌টের গর্তে পড়ে গিয়েছিলেন। ১০ দিন ধরে লিফ্‌ট চলল শরীরের উপরেই! অবশেষে নিখোঁজ হওয়ার ১০ দিন পর দেহ উদ্ধার হল ৭৭ বছর বয়সি বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। সেই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম প্রীতম গিরি গোস্বামী। ভোপালের একটি বহুতল আবাসনের বাসিন্দা ছিলেন তিনি। গত ৬ জানুয়ারি কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রীতম। কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরে না আসায় তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরের দিনও কোনও খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় প্রীতমের পরিবার। ৭ জানুয়ারি এফআইআর দায়ের হয়। এর পরেই বৃদ্ধের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। কিন্তু পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও বেশ কয়েক দিন তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যেরাও আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন।

প্রীতম নিখোঁজ হওয়ার দিন দশেক পর তাঁর আবাসনের বাসিন্দারা লিফ্‌ট থেকে তীব্র দুর্গন্ধ পান। দেখা যায়, লিফ্‌টের গর্তের নীচে একটি দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। দেহ উদ্ধারের পর আবাসনের বাসিন্দা এবং পরিবার নিশ্চিত করে যে সেই দেহ প্রীতমের। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, বৃদ্ধ দুর্ঘটনাক্রমে লিফ্‌টের গর্তে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর ১০ দিন তাঁর শরীরের উপর দিয়েই লিফ্‌টটি ওঠানামা করছিল।

Advertisement

পুরো ঘটনায় ওই আবাসনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন আবাসিকেরা। তাঁরা দাবি করেছেন, কমপ্লেক্সের সমস্ত লিফ্‌ট একই রকম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল না। বাসিন্দাদের মতে, লিফ্‌টের নিরাপত্তা এবং ত্রুটিপূর্ণ নজরদারি ব্যবস্থা সম্পর্কে এর আগেও একাধিক অভিযোগ তোলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুরক্ষামান বজায় রাখার ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement