Viral Video

হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী, হাতেনাতে ধরলেন স্বামী, পোশাক পরতে পরতে বেরিয়ে অদ্ভুত দাবি বধূর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন এক বধূ। ধাওয়া করে সেখানে পৌঁছে যান ওই বধূর স্বামী। পরকীয়ায় জড়িয়ে পড়া যুগলকে হোটেল থেকে বাইরে বার করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Share:

কারণ ব্যাখ্যা করছেন ওই বধূ। ছবি: এক্স থেকে নেওয়া।

তাঁর অনুপস্থিতির সুযোগে হোটেলে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন স্ত্রী! পিছু নিয়ে সেই হোটেলে পৌঁছে গেলেন স্বামী। দু’জনকে ধরে ফেললেন হাতেনাতে। চিৎকার-চেঁচামেচিও হল বিস্তর। সেই দৃশ্য দেখতে ভিড় জমে গেল হোটেল চত্বরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন এক বধূ। ধাওয়া করে সেখানে পৌঁছে যান ওই বধূর স্বামী। পরকীয়ায় জড়িয়ে পড়া যুগলকে হোটেল থেকে বাইরে বার করেন তিনি। পোশাক পরতে পরতে বেরিয়ে আসেন ওই বধূ। এর পরেই শুরু হয় বাগ্‌বিতণ্ডা। অনেকে জড়ো হয়ে যান ওই হোটেলে। ওই বধূর দাবি, দু’বছর ধরে তাঁর সঙ্গে থাকেন না স্বামী। তাই একাকিত্ব কাটাতে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। আরও অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত সকলের প্রশ্নবাণে জর্জরিত হয়ে পড়েন মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভি়ডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। বন্যা বয়ে গিয়েছে লাইক এবং কমেন্টের। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও, অনেকেই আবার ওই বধূর স্বামীর মানসিক অবস্থার কথা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। তরুণীর নিন্দা করেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এই সব মজা দেখার জন্যই তো সমাজমাধ্যমে থাকা।’’ তৃতীয় জন আবার বধূর পক্ষ নিয়ে লিখেছেন, ‘‘স্বামী যদি দু’বছর ধরে সঙ্গে না থাকে, তা হলে বধূর অন্য কোনও অবলম্বনকে আঁকড়ে ধরা কি অন্যায়?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement