Viral Video

স্ত্রীর জন্য দুল জিততে মাঝরাস্তায় ৩০ বার পুশ আপ বৃদ্ধের! প্রেম দেখে কেঁদে ফেললেন বৃদ্ধা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘থিয়োরি.থার্টিন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

স্ত্রীর হাতে পছন্দের কানের দুল তুলে দিতে চান। আর তা করতে রাস্তার মাঝে জনসমক্ষেই ৩০ বার পুশআপ করলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ। মন ভাল করা তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে ছোট একটি দোকানের পাশের সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘‘৩০টি পুশ-আপ দিন এবং আপনার পছন্দের নারীর জন্য এক জোড়া কানের দুল জিতুন।’’ সেই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন ষাটোর্ধ্ব এক দম্পতি। সাইনবোর্ডের দিকে নজর পড়তেই এগিয়ে যান তিনি। দু’বার না ভেবে মেঝেতে ঝুঁকে পুশআপ শুরু করেন। অবাক হয়ে যান তাঁর স্ত্রী। বৃদ্ধের ব্যায়াম দেখতে রাস্তায়ও ভিড় জমে যায়। অনেকে ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। বৃদ্ধ ৩০টি পুশআপের চ্যালেঞ্জ শেষ করতেই হইহই করে ওঠে উপস্থিত জনতা। হাততালি দিতে শুরু করে তারা। বৃদ্ধের স্ত্রীও আবেগপ্রবণ হয়ে পড়েন। কেঁদে ফেলেন তিনি। এর পর দোকানের মালিক দম্পতির হাতে কানের দুলটি তুলে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘থিয়োরি.থার্টিন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘ইন্টারনেটে এখনও পর্যন্ত যা কিছু দেখেছি, তার মধ্যে এটিই সেরা।” অন্য এক জন লিখেছেন, ‘‘একেই বলে স্ত্রীর মান বাড়ানো। সত্যি, এই সব কারণেই মানুষ এখনও ভালবাসার প্রতি বিশ্বাস হারায়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement