Viral Video

জন্মদিনে প্রেমের কবিতা পাঠিয়েছিল প্রেমিকা, পড়ল প্রেমিকের বাবার হাতে! তার পর... ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জন্মদিনে প্রেমিকার থেকে উপহার এবং প্রেমপত্র পেয়েছেন এক তরুণ। সঙ্গে ছিল প্রেমিকার লেখা কবিতাও। কিন্তু সে সব গিয়ে পড়ে তরুণের বাবা এবং দিদির হাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫৫
Share:

পুত্রের প্রেমপত্র পড়ছেন পিতা। ছবি: ইনস্টাগ্রাম।

জন্মদিনে উপহার পাঠিয়েছিল প্রেমিকা। সঙ্গে ছিল প্রেমপত্র এবং নিজের লেখা প্রেমের কবিতা। কিন্তু সেই সব গিয়ে পড়ল প্রেমিকের বাবার হাতে। পরিবারের সামনেই পুত্রের প্রেমিকার লেখা কবিতা জোরে জোরে পড়লেন তিনি। মজার তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জন্মদিনে প্রেমিকার থেকে উপহার এবং প্রেমপত্র পেয়েছেন এক তরুণ। সঙ্গে ছিল প্রেমিকার লেখা কবিতাও। কিন্তু সে সব গিয়ে পড়ে তরুণের বাবা এবং দিদির হাতে। সঙ্গে সঙ্গে সেগুলি খুলে ফেলেন ওই ব্যক্তি। তরুণের দিদি এসে বাবাকে আটকানোর চেষ্টা করেন। জানান, ওই চিঠি এবং উপহার ব্যক্তিগত। ওই ভাবে পড়া উচিত না। কিন্তু ওই ব্যক্তিকে ঠেকানো যায়নি। বিছানায় বসে হাসতে হাসতে ওই কবিতাগুলি পড়তে শুরু করেন তিনি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন তাঁর কন্যা। তিনিও হাসতে শুরু করেন বাবার কীর্তি দেখে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ইটস_হেনা_২৫’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। বাবার ওই ভাবে ছেলের প্রেমপত্র পড়া উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই তো গেল। যদিও ওই ব্যক্তি বিষয়টিকে অনেক হালকা ভাবে নিয়েছেন। আমার বাবা হলে এত ক্ষণে নরকে থাকতাম।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পুত্র হলেও তার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া বাবার `উচিত হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement