ই-কমার্সই ভরসা ডাক বিভাগের

গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৩৮% পণ্য সরবরাহ বেশি করেছে ডাক বিভাগ। আর তাতেই চার কোটি টাকা মুনাফা হয়েছে বলে দাবি অরুন্ধতীদেবীর। তাঁর কথায়, “ক্রেতার কাছে পণ্য পৌঁছতে বিভিন্ন সংস্থা ডাক বিভাগকে বেছে নিয়েছে। সঠিক পরিষেবা দিয়ে সেই পার্সেল পৌঁছে দিচ্ছি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৩:২১
Share:

ই-কমার্সের হাত ধরে পণ্য সরবারহ করে চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা মুনাফার লক্ষ্যমাত্রা নিয়েছে ডাক বিভাগ। সম্প্রতি বর্ধমানে এক অনুষ্ঠানে এ কথা জানান পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ।

Advertisement

গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৩৮% পণ্য সরবরাহ বেশি করেছে ডাক বিভাগ। আর তাতেই চার কোটি টাকা মুনাফা হয়েছে বলে দাবি অরুন্ধতীদেবীর। তাঁর কথায়, “ক্রেতার কাছে পণ্য পৌঁছতে বিভিন্ন সংস্থা ডাক বিভাগকে বেছে নিয়েছে। সঠিক পরিষেবা দিয়ে সেই পার্সেল পৌঁছে দিচ্ছি।”

অরুন্ধতীদেবী জানান, ‘‘আমার ধারণা, খাম-পোস্টকার্ড বিক্রি কমেছে প্রায় ৫০%।’’ উল্লেখ্য, ভর্তুকি দিয়ে পোস্ট কার্ড ও খাম বিক্রি করে আদতে ডাক বিভাগের লাভ হয় না। কিন্তু এর ঠিক উল্টো ঘটনা ঘটছে পার্সেল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে।

Advertisement

ডাক বিভাগ সূত্রে খবর, ২০১৫-’১৬ অর্থবর্ষ থেকে ই-কমার্স ব্যবসায় নেমেছে তারা। এর মধ্যে প্রথম বছরেই দু’কোটি টাকা মুনাফা হয়েছে বলে তাঁর দাবি। আর গত বছরে তা পৌঁছেছে চার কোটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন