Sensex today

ভারত-পাক সংঘাতের আবহে অস্থির ভারতীয় শেয়ার বাজার! দিনের শুরুতে প্রায় ৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব দেখা গিয়েছে স্টকের সূচকেও। জম্মু ও কাশ্মীর সীমান্তের কাছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১০:৫৬
Share:

—প্রতীকী ছবি।

ভারত পাক সংঘাতের জেরে হুড়মু়ড়িয়ে পড়ল শেয়ারবাজার সূচক। ভারত পাক সীমান্তবর্তী এলাকায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আঁচ এসে পড়ল স্টক মার্কেটেও। শুক্রবার সপ্তাহের শেষে কাজের দিনে বাজার খুলতেই ৬৮০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। একই দশা নিফটিরও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও পড়েছে ৫ শতাংশ। ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব দেখা গিয়েছে স্টকের সূচকেও। জম্মু ও কাশ্মীর সীমান্তের কাছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

Advertisement

শুক্রবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ৭৯,৬৫৪.৭৩ পয়েন্টে এসে দাঁড়ায়। ৬৮০.০৮ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ কমে গিয়েছিল সেনসেক্স। নিফটিও ১৪১.৫০ পয়েন্ট পড়ে ২৪,১৩২.৩০ এসে দাঁড়ায়। শতাংশের হিসাবে ০.৫৮ শতাংশ হ্রাস পেয়েছে নিফটির সূচক। সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স ৭৯,৬৩৬.৩৯ পয়েন্টে এবং নিফটি ২৪,০৩৯.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ভূ-রাজনৈতিক পরিস্থিতি সাধারণত বাজারের জন্য বড় ধাক্কা বয়ে আনে। সংশ্লিষ্ট মহলের দাবি, সব মিলিয়ে লগ্নিকারীদের উদ্বেগেরই প্রতিফলন ঘটেছে শেয়ারে। বাজার থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে লগ্নিকারীদের।

টাইটান, লারসেন অ্যান্ড টুব্রো, বিইএল এবং টাটা মোটরসের শেয়ারগুলির সূচক সবুজ। সেখানে পাওয়ার গ্রিড, আইসিআইসিআই ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমেন্ট পিছিয়ে ছিল। তবে একটি বিষয় ভারতের জন্য ভাল, সেটি হল দুর্বল ডলারের কারণে স্থিতিশীল বাজার।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ভারতের শেয়ার বাজার যে বিরাট নড়বড় হয়ে পড়েছে তা নয়। তবে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে যে ভাবে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তাতে সে দেশের তরফে পাল্টা আঘাতের আশঙ্কা ছিলই। ফলে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা অপ্রত্যাশিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement