—প্রতীকী ছবি।
যুদ্ধবিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র। একের পর এক পাকিস্তানের হামলা রুখে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে ভারতের ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র। ইসলামাবাদের সঙ্গে ‘যুদ্ধে’ নায়কের সম্মান পেতে চলা এই হাতিয়ারের জন্য বরাত খুলে গিয়েছে শেয়ারে লগ্নিকারীদেরও। কারণ, চড়চড়িয়ে বেড়েছে ‘আকাশ’-এর নির্মাণকারী সংস্থাগুলির স্টকের দর। ফলে মোটা টাকা লাভ করেছেন এই প্রতিরক্ষা শেয়ারের বিনিয়োগকারীরা।
ভারত-পাক সংঘাতের আবহে শুক্রবার, ৯ মে দিনভর অস্থির ছিল শেয়ার বাজার। অনেকটাই নেমে যায় সেনসেক্স এবং নিফটির সূচক। কিন্তু, তা সত্ত্বেও লগ্নিকারীদের হতাশ করেনি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রের দুই নির্মাণকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ভারত ডায়ানামিক্স লিমিটেড (বিডিএল)। শুধু তা-ই নয়, আগামী কয়েক দিনে এই দুই সংস্থার স্টকের দর আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিশ্লেষকদের একাংশ।
শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ৯.৭৩ শতাংশ বৃদ্ধি পায় ভারত ডায়নামিক্স লিমিটেডের শেয়ারের দাম। বর্তমানে এটি ১,৫৯৫ টাকায় দাঁড়িয়ে রয়েছে। অন্য দিকে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের স্টকের দর বেড়েছে ৪.৮৮ শতাংশ। ফলে ৩২১.৮০ টাকায় পৌঁছে গিয়েছে বিইএলের শেয়ার। ৮৫০ পয়েন্ট কমে ৭৯,৪৮৬তে নেমে এসেছে বিএসই সেনসেক্স। তার পরও এই দুই প্রতিরক্ষা স্টকের ঊর্ধ্বগতিকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।
উল্লেখ্য, গত এক মাসে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ১০.৯৩ শতাংশ। শেষ ছ’মাসে এতে প্রায় ছ’শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। গত বছরের ১১ নভেম্বর বিইএলের প্রতি স্টকের দাম ছিল ২৯৯.৭৫ টাকা। বছর থেকে তারিখের (ইয়ার টু ডেট) হিসাবে এতে ৭.৫৭ শতাংশের বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।
গত এক মাসে ভারত ডায়ানামিক্সের শেয়ারের দাম ১৬.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার শেষ ছ’মাসে এর সূচক চড়েছে ৪৭.৬১ শতাংশ। গত বছরের ১১ নভেম্বর বিডিএলের একটি স্টকে লগ্নির খরচ ছিল ১০৪২ টাকা। বছর থেকে তারিখের হিসাবে শেয়ারটির দাম চড়েছে প্রায় ৩৬ শতাংশ।