টিসিএসের অফিস। —ছবি : সংগৃহীত
এ বছর সারা বিশ্বে ১২,২৬১ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। যা তাদের মোট কর্মী সংখ্যার ২%। ঘোষণা শুনে সংশ্লিষ্ট মহল হতবাক। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রের খবর, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। এই ঘটনাকে ‘আর্থিক ভূকম্পন’ উপমা দিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের বক্তব্য, এমন যেন দ্বিতীয় বার না ঘটে। যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, কৃত্রিম মেধার (এআই) উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধির ফলে এর ছোঁয়া গোটা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে লাগতে পারে। এ হয়তো তার শুরু। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছে এই ক্ষেত্রের কর্মী ইউনিয়ন নাইটস।
তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রের খবর, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। যোগাযোগ রাখছে টাটা গোষ্ঠীর সংস্থাটির সঙ্গেও। বুঝতে চেষ্টা করছে কেন এই পরিস্থিতি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এখন আর্থিক কর্মকাণ্ডের গতি বাড়াতে কর্মসংস্থানে জোর দিচ্ছে কেন্দ্র। নতুন নিয়োগে চালু হয়েছে উৎসাহ ভাতা। ফলে টিসিএসের ঘটনা সরকারের কাছেও উদ্বেগের। আজ টাটা গোষ্ঠীর সংস্থাটির শেয়ার দর ১.৭৬% নেমেছে। পড়েছে উইপ্রো, টেক মহিন্দ্রা, এইচসিএলের শেয়ারও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে