Steel Industry

আশঙ্কায় কাঁটা ইস্পাত শিল্প

অন্য দেশের বাজার ধরতে রফতানিকারী সংস্থাগুলির মধ্যে দামের প্রতিযোগিতায় মুনাফা মার খাওয়া, এমনকি লোকসানের ঝুঁকি রয়েছে বলেও মনে করছে ইস্পাত শিল্প।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২১
Share:

আমেরিকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক চাপানোর পরে এই সব আশঙ্কায় কার্যত প্রমাদ গুনছে তারা।

এক দিকে রফতানি কমা। অন্য দিকে আমেরিকার বাজারে পাঁচিল ওঠায় বিভিন্ন দেশ থেকে ভারতে রফতানির জোয়ার। তাতে দেশীয় সংস্থাগুলির ব্যবসায় সম্ভাব্য ধাক্কা। শুধু তাই নয়, অন্য দেশের বাজার ধরতে রফতানিকারী সংস্থাগুলির মধ্যে দামের প্রতিযোগিতায় মুনাফা মার খাওয়া, এমনকি লোকসানের ঝুঁকি রয়েছে বলেও মনে করছে ইস্পাত শিল্প। আমেরিকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক চাপানোর পরে এই সব আশঙ্কায় কার্যত প্রমাদ গুনছে তারা।

স্টেনলেস স্টিল সংস্থাগুলির সংগঠন আইএসএসডিএ-র উদ্বেগ, ওই সিদ্ধান্ত ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটাবে। মূলত দু’ভাবে ধাক্কা আসতে পারে। আমেরিকায় ইস্পাত বিক্রি বন্ধ হলে রফতানি কমবে। যা দেশের অর্থনীতির পক্ষে খারাপ। সেই সঙ্গে চিন-সহ ইস্পাত প্রস্তুতকারী আরও কিছু দেশ আমেরিকার বদলে অন্য দেশে পণ্য পাঠাতে উদ্যোগী হবে। যার মধ্যে রয়েছে ভারতও। এতে এ দেশের সংস্থাগুলির ব্যবসা মার খেতে পারে। সস্তা ইস্পাতের জোগান বাড়লে দাম ও দেশীয় পণ্যের চাহিদা কমতে পারে।

শ্যাম মেটালিক্সের এক কর্তার বক্তব্য, মূলত সমস্যায় পড়বে ইস্পাত রফতানিকারীরা। আইএসএসডিএ-র সভাপতি রাজামনি কৃষ্ণমূর্তি বলেন, “দেশীয় ইস্পাত শিল্পের অগ্রগতি ধাক্কা খেতে পারে। কমতে পারে কাজও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন