ইনফোসিসের আয় কমার ইঙ্গিতে পড়ল বাজার

দিনের শুরুটা হয়েছিল ২২৫ পয়েন্টের লাফ দিয়ে। কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের আর্থিক ফল ঘোষণার কিছু পরেই নামতে থাকে সেনসেক্স। কারণ, দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটির সার্বিক নিট মুনাফা প্রত্যাশা ছাপিয়ে ৯.৮% বাড়লেও, চলতি অর্থবর্ষে ডলারে আয়ের পূর্বাভাস কমিয়ে দিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ০২:৫৬
Share:

দিনের শুরুটা হয়েছিল ২২৫ পয়েন্টের লাফ দিয়ে। কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের আর্থিক ফল ঘোষণার কিছু পরেই নামতে থাকে সেনসেক্স। কারণ, দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটির সার্বিক নিট মুনাফা প্রত্যাশা ছাপিয়ে ৯.৮% বাড়লেও, চলতি অর্থবর্ষে ডলারে আয়ের পূর্বাভাস কমিয়ে দিয়েছে তারা। বিভিন্ন মুদ্রার সাপেক্ষে মার্কিন মুদ্রাটির দাম বাড়াই যার কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর এই পূর্বাভাসেই উদ্বিগ্ন লগ্নিকারীরা হাতের শেয়ার বেচে মুনাফা তুলতে শুরু করেন। মূলত তার জেরেই সেনসেক্স নামে ১৭৫ পয়েন্ট। দাঁড়ায় ২৬,৯০৪.১১ অঙ্কে। ৩.৮৮% নেমেছে ইনফোসিসের শেয়ার দর। ২.০২% পড়ে তথ্যপ্রযুক্তি সূচকও।

Advertisement

পাশাপাশি, তাদের সিএফও রাজীব বনসল পদত্যাগ করেছে বলে এ দিন জানিয়েছে ইনফোসিস। বাজারের চিন্তা বাড়ায় এই ঘটনাও। তবে বিশেষজ্ঞদের দাবি, এ দিন খুচরো মূল্যবৃদ্ধি ও শিল্প বৃদ্ধির হারের মতো অর্থনীতির অবস্থা যাচাই করার গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি প্রকাশের কথা থাকায় সতর্ক ছিলেন লগ্নিকারীরা। শেয়ার বিক্রির ঝোঁক বাড়ার সেটাও কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement