—প্রতীকী চিত্র।
বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগোতে দ্বিগুণ পরিকাঠামো-বরাদ্দ, রফতানি ক্ষেত্রকে সুরাহা ও ভারতে কর্মসংস্থান বৃদ্ধিতে নজর। বাজেটের আগের মূলত এই তিনটি বিষয়েই নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরল শিল্প মহল। একই সঙ্গে তারা যে দেশের অর্থনীতি নিয়ে যথেষ্ট আশাবাদী, সেই কথাও উঠে এল বণিকসভা ফিকি-র সমীক্ষায়। যা জানাচ্ছে, অংশগ্রহণকারী অর্ধেক সংস্থার মতে ২০২৬-২৭ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৭%-৮%। তবে সেই সঙ্গে কেন্দ্রকে রাজকোষ ঘাটতি ধরে রাখার বার্তাও দিয়েছে তারা।
পণ্য পরিবহণ-সহ বিভিন্ন শিল্পের মতে, উৎপাদন বাড়াতে ও কর্মসংস্থান তৈরির জন্য আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখায় উল্লেখযোগ্য ভূমিকা নেয় পরিকাঠামো। সাহায্য করে লগ্নি টানতে, প্রতিযোগিতায় এগোতে, সব প্রান্তে উন্নয়ন পৌঁছতে। তাই সড়ক, রেল পরিকাঠামো, পণ্য পরিবহণ করিডর, গুদাম, হিমঘর তৈরিতে জোর দেওয়া উচিত। শিল্পের আশা, সে কথা মাথায় রেখে বাজেটে পরিকাঠামোয় বরাদ্দ ৩ লক্ষ কোটি টাকা করা হবে। একই সঙ্গে কর ব্যবস্থার সরলীকরণ, রফতানিকারীদের সুবিধা দেওয়া, ডিজিটাল প্রযুক্তির প্রসার, মজবুত সালিশি ব্যবস্থা ও স্থিতিশীল নীতির দাবি জানিয়েছে ফিকি-র সমীক্ষাও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে