ব্রিটেনে টাটার কারখানায় ছাঁটাই রুখতে চান গুপ্ত

লোকসানে চলা ব্রিটেনের পোর্ট ট্যালবট কারখানা টাটা স্টিল বন্ধ করে দিলে কাজ হারাবেন ৪,০০০ কর্মী। যা আটকাতে তিনি দায়বদ্ধ বলে জানালেন কারখানাটি কিনতে আগ্রহী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি সঞ্জীব গুপ্ত। তাঁর কথায়, ‘‘মনে সব সময় ছাঁটাইয়ের চিন্তাটা ঘুরছে। খুব চাপ অনুভব করছি। ঘুম কমে গিয়েছে। কঠিন মুহূর্ত। সকলের চাকরি রাখতে পারলে তবেই কারখানা কেনার কাজে এগোবো। বর্তমান পরিস্থিতিতে যা সম্ভব বলে মনে করি।’’

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৩:২৪
Share:

লোকসানে চলা ব্রিটেনের পোর্ট ট্যালবট কারখানা টাটা স্টিল বন্ধ করে দিলে কাজ হারাবেন ৪,০০০ কর্মী। যা আটকাতে তিনি দায়বদ্ধ বলে জানালেন কারখানাটি কিনতে আগ্রহী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি সঞ্জীব গুপ্ত। তাঁর কথায়, ‘‘মনে সব সময় ছাঁটাইয়ের চিন্তাটা ঘুরছে। খুব চাপ অনুভব করছি। ঘুম কমে গিয়েছে। কঠিন মুহূর্ত। সকলের চাকরি রাখতে পারলে তবেই কারখানা কেনার কাজে এগোবো। বর্তমান পরিস্থিতিতে যা সম্ভব বলে মনে করি।’’

Advertisement

ওয়েলসে ব্রিটেনের বৃহত্তম ইস্পাত কারখানা, পোর্ট ট্যালবট হাতে নেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে সব কিছু খতিয়ে দেখা এবং সম্ভাব্যতা বিচারের পাশাপাশি ব্রিটেনের প্রশাসনিক মহল ও সংস্থা-সহ সব পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন লিবার্টি হাউস গোষ্ঠীর কর্তা গুপ্ত। কয়েক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার থেকেই আনুষ্ঠানিক ভাবে কারখানাটি বিক্রির প্রক্রিয়া শুরু করতে চলেছে টাটা স্টিল।

এ দিকে, ব্রিটেনের ইস্পাত শিল্প এখন যে সমস্যার মধ্যে দিয়ে চলেছে, খুব দ্রুত তার বেরিয়ে আসা সম্ভব হবে না বলে ব্রিটিশ সরকারকে সতর্ক করেছেন গুপ্ত। তাঁর দাবি, ‘‘মূল সমস্যা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা। আরও কিছু দিন সারা বিশ্বই এতে ভুগবে। তবে প্রতিটি দেশে ইস্পাত শিল্প ঘুরে দাঁড়াতে পারে তাদের নিজস্ব চাহিদার উপর ভিত্তি করে এগোলে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন