শেয়ার ফেরাবেন ইনফোসিস প্রতিষ্ঠাতারা

বছরের শুরু থেকেই সংস্থার প্রাক্তন বোর্ড সদস্য ও প্রতিষ্ঠাতাদের বিরোধের জেরে শিরোনামে থেকেছে ইনফোসিস। গত মাসেই সিইও পদ ছেড়েছেন বিশাল সিক্কা। সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন মূর্তির আক্রমণকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪০
Share:

বাজার থেকে নিজেদের শেয়ার কেনার কথা আগেই জানিয়েছে ইনফোসিস। সেই কর্মসূচির আওতায় নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রির আগ্রহ দেখালেন এন আর নারায়ণমূর্তি, নন্দন নিলেকানি-সহ তথ্যপ্রযুক্তি সংস্থাটির প্রতিষ্ঠাতারা।

Advertisement

জুন পর্যন্ত হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা ও তাঁদের পরিবারের হাতে রয়েছে ২৯.২৮ কোটি (১২.৭৫%) শেয়ার। এর মধ্যে তাঁরা ১.৭৭ কোটি শেয়ার বিক্রির প্রস্তাব পেশ করেছেন। প্রতি শেয়ারের দাম ১,১৫০ টাকা (যে দরে বাজার থেকে শেয়ার কেনা হবে) ধরলে, সব মিলিয়ে সেগুলির বাজার দর প্রায় ২,০৩৯ কোটি টাকা।

বছরের শুরু থেকেই সংস্থার প্রাক্তন বোর্ড সদস্য ও প্রতিষ্ঠাতাদের বিরোধের জেরে শিরোনামে থেকেছে ইনফোসিস। গত মাসেই সিইও পদ ছেড়েছেন বিশাল সিক্কা। সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন মূর্তির আক্রমণকে। পদত্যাগ করেছেন চেয়ারম্যান আর শেষাশয়ী-সহ বোর্ডের অধিকাংশ সদস্যই। শেষ পর্যন্ত হাল ধরেছেন নিলেকানি। এর মধ্যেই শেয়ার ফেরানোর প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা জানালেন দুই প্রতিষ্ঠাতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement