গুগ্‌লের বিরুদ্ধে তদন্ত

ফের মার্কিন মুলুকে তদন্তের মুখে পড়ল গুগ্‌ল। এ বার স্মার্ট ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত সংস্থা অ্যান্ড্রয়েড চালিত ফোন তৈরি করে, তাদের উপর প্রভাব খাটায় গুগ্‌ল। বাধ্য করে তাদের অ্যাপকে প্রাধান্য দিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৫
Share:

ফের মার্কিন মুলুকে তদন্তের মুখে পড়ল গুগ্‌ল। এ বার স্মার্ট ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত সংস্থা অ্যান্ড্রয়েড চালিত ফোন তৈরি করে, তাদের উপর প্রভাব খাটায় গুগ্‌ল। বাধ্য করে তাদের অ্যাপকে প্রাধান্য দিতে। আর যেহেতু ক্রমশই স্মার্ট ফোন বা ট্যাবলেটে অ্যাপের ব্যবহার বাড়ছে, সে ক্ষেত্রে বাড়তি সুবিধা পায় তারা। মার খায় প্রতিযোগী সংস্থাগুলির ব্যবসা। এর আগে গুগ্‌লের বিরুদ্ধে ইউরোপে একই ধরনের অভিযোগ এনেছিল মাইক্রোসফট-সহ বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থা। পাশাপাশি, আমেরিকাতেও একই অভিযোগ আনেন দুই ক্রেতাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement