OpenAI

ওপেনএআই কেনার জন্য ৯৭৪০ কোটি ডলার দর হাঁকালেন মাস্ক! জবাবে কী বললেন অল্টম্যান?

ইলন এবং অল্টম্যান— দু’জনেই মূলত ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা। পরে সংস্থা থেকে সরে দাঁড়ান ইলন। অল্টম্যান থেকে যান। তাঁর হাত ধরেই আসে চ্যাটজিপিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১
Share:

ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান। ছবি: এএফপি।

টুইটারের (বর্তমানে এক্স) পর এ বার ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংস্থা নিজের দখলে আনতে চাইছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক! সম্প্রতি, চ্যাটজিপিটির স্রষ্টা সংস্থা ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলনের নেতৃত্বাধীন এক দল বিনিয়োগকারী। সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী ৯৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই কিনে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন ইলনেরা। যদিও ইলনের দলের ওই প্রস্তাব যে তারা মেনে নিচ্ছে না, আকার-ইঙ্গিতে তা বুঝিয়ে দিয়েছে কৃত্রিম মেধা নিয়ে চর্চায় থাকা সংস্থাটি। বরং পাল্টা মাস্কের হাতে থাকা টুইটার (বর্তমানে এক্স) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান।

Advertisement

ইলন এবং অল্টম্যান— দু’জনেই মূলত ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা। পরে সংস্থা থেকে সরে দাঁড়ান ইলন। অল্টম্যান থেকে যান। তাঁর হাত ধরেই আসে চ্যাটজিপিটি। ওপেনএআই প্রাথমিক ভাবে একটি অলাভজনক সংস্থা হিসাবে চালু হলেও চ্যাটজিপিটির সাফল্যের পর ওপেনএআইকে একটি লাভজনক সংস্থায় পরিণত করার চেষ্টায় রয়েছেন অল্টম্যান। তবে ওপেনএআই চর্চায় আসার পর থেকেই তা নিয়ে আবার মাথা ঘামাতে শুরু করেছেন ইলন। প্রকাশ্যে ওপেনএআই এবং অল্টম্যানের নেতৃত্ব নিয়ে সমালোচনাও করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি নিজস্ব কৃত্রিম মেধা সংস্থা ‘এক্সএআই’ চালু করেছেন। সেই ইলনই এ বার ওপেনএআই দখলে আনার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে ইলনের এক আইনজীবী বলেছেন, ‘‘আগের মতো ওপেন সোর্স এবং সুরক্ষা প্রদানকারী সংস্থা হিসাবে আসার সময় হয়েছে ওপেনএআই-এর। এবং আমরা তা নিশ্চিত করব।’’

Advertisement

যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ইলনের মালিকানাধীন মাইক্রোব্লগিং সংস্থা এক্স-এ গিয়ে একটি পোস্ট করেন ওপেনএআই-এর সিইও। অল্টম্যান পোস্ট করেছেন, ‘‘আপনাকে ধন্যবাদ। তবে যেটা মনে করছেন সেটা হচ্ছে না। আপনি চাইলে আমরা ৯৭৪ কোটি ডলারে টুইটার কিনব।’’ সেই পোস্ট থেকেই স্পষ্ট যে, ওপেনএআই হাতছাড়া করতে রাজি নন অল্টম্যান। তবে টুইটার কেনার বিষয়ে অল্টম্যানের কৌতুক অবশ্য ভাল চোখে নেননি ইলন। অল্টম্যানের পোস্টের জবাবে ইলন শুধু লিখেছেন, ‘প্রতারক’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement