Viral Video

কুচকুচে কালো রং, অজস্র ধারালো দাঁত, ঘোলাটে চোখ! ইতিহাসে দ্বিতীয় বার দেখা দিল সামুদ্রিক দানব

পৃথিবীর ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার মাছটিকে ক্যামেরাবন্দি করা গিয়েছে। এর আগে ২০১৪ সালে মাছটির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সে সময়ও মাছটির ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গায়ের রং কুচকুচে কালো। চোয়ালে অজস্র ধারালো দাঁত, মাথার উপর শুঁড়, ঘোলাটে চোখ। বদখত দেখতে তেমনই এক সামুদ্রিক দানবের দেখা মিলল সম্প্রতি। দানবটি অন্য কিছু নয়, একটি জীবন্ত হাম্পব্যাক অ্যাংলারফিশ, যা ‘ব্ল্যাক সি ডেভিল’ নামেও পরিচিত।

Advertisement

খুব সহজে হাম্পব্যাক অ্যাংলারফিশের দেখা মেলে না। সমুদ্রের অতলে বাস সেই অদ্ভুতদর্শন মাছের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, সম্প্রতি স্পেনীয় দ্বীপ টেনেরিফের কাছে দেখা মেলে হাম্পব্যাক অ্যাংলারফিশটির। ক্যামেরাবন্দি করা হয় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার মাছটিকে ক্যামেরাবন্দি করা গিয়েছে। এর আগে ২০১৪ সালে মাছটির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সে সময়ও মাছটির ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছিল।

Advertisement

হাম্পব্যাক অ্যাঙ্গলারফিশ তার অদ্ভুত চেহারার জন্য পরিচিত। রাক্ষুসে সেই মাছটির মাথা বড় হলেও দেহ ছোট। মাথায় অ্যান্টেনার মতো একটি শুঁড় রয়েছে, যা সমুদ্রের অতল গভীরে শিকারকে আকর্ষিত করতে ব্যবহার করা হয়। হাম্পব্যাক অ্যাংলারফিশ সাধারণত সমুদ্রপৃষ্ট থেকে ১০০০-৪০০০ ফুট নীচে ‘মেসোপেলাজিক’ অঞ্চলে বাস করে। তাই তাদের দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। ২০১৪ সালে হাওয়াই উপকূলের পর ২০২৫ সালে আবার স্পেনের এক দ্বীপের কাছে দেখা মিলল মাছটির। ‘মন্টেরি বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট’ গবেষণার জন্য মাছটিকে ধরেছে।

মাছটির একটি ভিডিয়ো ‘দ্য ইনফর্ম্যান্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement