ট্রাম্পকে কাঠগড়ায় তুলল ইরান

ইরানের তেলমন্ত্রী বিজ্যান জ়াঙ্গানের তোপ, তেলের দাম নিয়ে যে ভাবে নিয়ম করে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট, তা-ই বাজারে উদ্বেগ তৈরি করে।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৮:২৫
Share:

তেলের বাজারে অস্থিরতা তৈরির দায় ইরান সরাসরি চাপাল ট্রাম্পের ঘাড়ে।ছবি: রয়টার্স।

নিষেধাজ্ঞা চাপানোর পরে বিশ্ব জুড়ে ইরানের থেকে তেল না কেনার ফরমান জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাসের জন্য ছাড় দিয়েছেন শুধু ভারত-সহ কিছু দেশকে। সেই ইরান এ বার তেলের বাজারে অস্থিরতা তৈরির দায় সরাসরি চাপাল ট্রাম্পের ঘাড়ে।

Advertisement

ইরানের তেলমন্ত্রী বিজ্যান জ়াঙ্গানের তোপ, তেলের দাম নিয়ে যে ভাবে নিয়ম করে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট, তা-ই বাজারে উদ্বেগ তৈরি করে। তাঁর মতে, ক্রমাগত তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক এবং পেট্রোপণ্যের দর নিয়ে টুইট করে যান ট্রাম্প। সর্বক্ষণ উদ্বেগ প্রকাশ করেন চড়া দরের অভিযোগ তুলে। তাতেই অস্থির হয়ে পড়ে বাজার। বিজ্যান বলেন, ‘‘আমেরিকার লোকেরা বড্ড বেশি কথা বলেন। আমার পরামর্শ একটু কম কথা বলুন। এতে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। এ রকম চললে বাজার আরও চাপে পড়বে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন