Income Tax Return

আইটিআর-২ জমা নেওয়া শুরু, এক্স হ্যান্ডলে জানিয়ে দিল আয়কর বিভাগ

কেন্দ্রীয় আয়কর দফতর তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, এই আয়করের রিটার্ন ফর্ম ‘আইটিআর-২’ জমা নেওয়া শুরু হয়েছে। আয়কর দফতরের কর জমা দেওয়ার পোর্টালে আগে থেকে পূরণ করা (প্রি ফিলড) আইটিআর-২ ফর্ম পাওয়া যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৮:০৬
Share:

গত মাসে কর দফতর ‘আইটিআর-১’ এবং ‘আইটিআর-৪’ অনলাইনে দাখিল করার সুযোগ খুলেছিল। —প্রতীকী চিত্র।

যে সব ব্যক্তি এবং অবিভক্ত হিন্দু পরিবারের মূলধনী লাভ থেকে হওয়া আয় করযোগ্য এবং ব্যবসা অথবা স্বাধীন পেশা থেকে কোনও রোজগার নেই, তাঁরা গত অর্থবর্ষের (২০২৪-২৫) জন্য আয়কর রিটার্ন জমার কাজ শুরু করতে পারেন। কেন্দ্রীয় আয়কর দফতর তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, এই আয়করের রিটার্ন ফর্ম ‘আইটিআর-২’ জমা নেওয়া শুরু হয়েছে। আয়কর দফতরের কর জমা দেওয়ার পোর্টালে আগে থেকে পূরণ করা (প্রি ফিলড) আইটিআর-২ ফর্ম পাওয়া যাবে। তা-ই ওই পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে পারবেন করদাতা।

গত মাসে কর দফতর ‘আইটিআর-১’ এবং ‘আইটিআর-৪’ অনলাইনে দাখিল করার সুযোগ খুলেছিল। তার সাহায্যে ছোট এবং মাঝারি আয়করদাতাদের রিটার্ন জমা দেওয়ার কথা। এ বার ফর্মটি আরও ছোট এবং সহজ করা হয়েছে বলেও দাবি আয়কর বিভাগের। উল্লেখ্য, যে সব ব্যক্তি এবং সংস্থা আয়করদাতার অ্যাকাউন্টের হিসাব পরীক্ষা করাতে (অডিট) হয় না, ইতিমধ্যেই সেই অংশের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করেছে কেন্দ্র। তা আগে ছিল ৩১ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন