Son Killed Father

অশীতিপর বাবাকে কুপিয়ে খুন করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত প্রৌঢ় পুত্র, রায় মেদিনীপুর আদালতের

ঘটনার ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারীরা। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। বৃহস্পতিবার ছেলেকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাঁর সাজা ঘোষণা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাবাকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত। শুক্রবার বিচারক উদয় রানা ওই নির্দেশ দিয়েছেন। সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন তিনি।

Advertisement

আদালত সূত্রে খবর, ঘটনাটি ২০২১ সালের। সেই বছরের ৮ মে নিজের বাড়িতে খুন হন সত্যসাধন ওঝা আঙুল ওঠে পুত্র অশোক ওঝার বিরুদ্ধে। বিলা গ্রামের বাসিন্দা ৫৫ বছরের প্রৌঢ়কে গড়বেতা থানার পুলিশ গ্রেফতার করে।

তদন্তে উঠে আসে পারিবারিক অশান্তির কথা। জানা যায়, নিত্যদিনই ওঝা পরিবারে ঝগড়া হত। ১৩ মে বাবা-ছেলের অশান্তি চরমে ওঠে। সত্য ছেলেকে বকাঝকা করছিলেন। সেই সময় ধারালো অস্ত্র হাতে নিয়ে বাবাকে তেড়ে যান অশোক। অস্ত্রের কোপ বসান বাবার মাথায়।

Advertisement

পরে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসক। ঘটনাক্রমে পরিবারেরই অন্য সদস্যদের অভিযোগের ভিত্তিতে অশোককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারীরা। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। বৃহস্পতিবার অশোককে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাঁর সাজা ঘোষণা হল।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। প্রায় পাঁচ বছরের মাথায় দোষীর শাস্তি হল। এতেই খুশি গ্রামের মানুষজন। সরকারি আইনজীবী দেবাশীষ মাইতি বলেন, ‘‘খুব দ্রুত তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। পুলিশের ভূমিকা প্রশংসনীয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement