Economy

যুবকদের চড়া বেকারত্ব ঘিরে কংগ্রেসের তোপ

এক বেসরকারি উপদেষ্টা সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের ৪২.৬% স্নাতক নিয়োগযোগ্য। এই সম্পর্কে রমেশের ব্যাখ্যা, বাকি ৫৭.৪% যুবকের ডিগ্রি এবং দক্ষতার মধ্যে ফারাক রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩
Share:

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

দেশে বেকারত্বের সমস্যা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, অবস্থা এতই খারাপ যে লক্ষ লক্ষ যুবক কাজের খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছেন। আর সরকার ব্যস্ত দেশের নজর অন্য দিকে ঘোরাতে।

আজ এক বেসরকারি উপদেষ্টা সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের ৪২.৬% স্নাতক নিয়োগযোগ্য। এই সম্পর্কে রমেশের ব্যাখ্যা, বাকি ৫৭.৪% যুবকের ডিগ্রি এবং দক্ষতার মধ্যে ফারাক রয়েছে। সে কারণেই কর্পোরেট সংস্থাগুলি তাঁদের নিয়োগ করছে না। কংগ্রেস নেতার প্রশ্ন, ‘‘সরকারকে উত্তর দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে কেন শিল্পের চাহিদা অনুযায়ী পরিবর্তন করা হয়নি। কৌশল প্রশিক্ষণকে কবে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা হবে? ডিগ্রিধারীদের কর্মসংস্থান তৈরির জন্য কেন্দ্র কী করছে?’’ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বেকারত্ব নিয়ে কেন্দ্রের সদ্য প্রকাশিত রিপোর্টও যথেষ্ট উদ্বেগজনক। সেখানে দেখা যাচ্ছে, গত অক্টোবর-ডিসেম্বরে শহরে বেকারত্বের হার ছিল ১৬ শতাংশের আশপাশে।

রমেশ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘যুব সম্প্রদায়ের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। অবস্থা এমনই যে, লক্ষ লক্ষ যুবক দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। অথচ তাঁদের জন্য কাজ তৈরি না করে মোদী সরকার দেশের নজর অন্য দিকে ঘোরাতে ব্যস্ত।’’


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন