জেটে বকেয়া বেতনে সুদের দাবি

বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ এবং জেটের সিইও বিনয় দুবেকে চিঠি পাঠিয়ে পাইলটদের সংগঠন ন্যাশনাল অ্যাভিয়েটর্স গিল্ড (ন্যাগ) বলেছে, চরম আর্থিক সঙ্কটে পাইলটেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৪:৫৫
Share:

—ফাইল চিত্র।

সময়ে বেতন মেটানোর দাবি তো ছিলই। এ বার বকেয়া বেতনের উপরে সুদও দাবি করলেন জেট এয়ারের পাইলটেরা।

Advertisement

বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ এবং জেটের সিইও বিনয় দুবেকে চিঠি পাঠিয়ে পাইলটদের সংগঠন ন্যাশনাল অ্যাভিয়েটর্স গিল্ড (ন্যাগ) বলেছে, চরম আর্থিক সঙ্কটে পাইলটেরা। বাড়ি ঋণের কিস্তি থেকে শুরু করে ছেলেমেয়ের স্কুল-কলেজের ফি, বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার খরচ— কিছুই দিতে পারছেন না তাঁরা। অবস্থা এতটাই হতাশাজনক ও উদ্বেগের যে, বিমান চালাতে তাঁদের ককপিটে বসাটাই কঠিন। ন্যাগের দাবি, পরিস্থিতি পাল্টাতে দ্রুত নিয়মিত হোক বেতন। দেওয়া হোক সুদ-সহ বকেয়া।

উল্লেখ্য, তিন মাস বেতন পাননি জেটের পাইলটেরা। প্রতিবাদে গত ১ এপ্রিল থেকে বিমান চালানো বন্ধের হুমকি দিয়েছিলেন। গত শনিবার রাতে সংস্থা তাঁদের ডিসেম্বরের ৮৭% বেতন মেটানোয় ন্যাগ কাজ বন্ধের দিন পিছিয়ে করে ১৫ এপ্রিল।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিকে বিমান ভাড়া দেয় যে সংস্থাগুলি, তাদের বকেয়া মেটাতে না পারায় আগেই বসিয়ে দিতে হয়েছিল জেটের ৫৪টি বিমান। মঙ্গলবার একই কারণে আরও ১৫টি বিমান বসে গিয়েছে। ফলে বর্তমানে জেটের চালু বিমানের সংখ্যা দাঁড়াল ২০টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement