Jio

বিক্রি হতে পারে ২.৫ শতাংশ শেয়ার, জিয়ো আনতে চলেছে দেশের সবচেয়ে বড় আইপিও

১৮,০০০ কোটি ডলার (প্রায় ১.৬২ লক্ষ কোটি টাকা) বাজারমূল্য ধরলে ২.৫% শেয়ার বেচে প্রায় ৪৫০ কোটি ডলার বা ৪০,৫০০ কোটি টাকা তুলতে পারে সংস্থাটি। এ নিয়ে মুখ খোলেনি রিলায়্যান্স।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬
Share:

মুকেশ অম্বানী। — ফাইল চিত্র।

বাজারে প্রথম বার রিলায়্যান্স জিয়োর শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহের (আইপিও) পরিকল্পনার কথা কিছু দিন আগেই ঘোষণা করেন কর্ণধার মুকেশ অম্বানী। সম্প্রতি জানান ২০২৬-এ তা আনার কথাও। সূত্রের খবর, অবশেষে শেয়ার ছাড়তে কোমর বাঁধছে রিলায়্যান্স জিয়ো প্ল্যাটফর্মস। বিক্রি করতে পারে ২.৫% শেয়ার। যা বাস্তবায়িত হলে জিয়োর হাতে আসবে ৪০০ কোটি ডলার। টাকার অঙ্কে ৩৬,০০০ কোটিরও বেশি। সূত্রের দাবি, সে ক্ষেত্রে এটাই হবে ভারতের সবচেয়ে বড় আইপিও।

উপদেষ্টা জেফ্রিজ়ের হিসাবে এই অঙ্ক আরও বেশি। ১৮,০০০ কোটি ডলার (প্রায় ১.৬২ লক্ষ কোটি টাকা) বাজারমূল্য ধরলে ২.৫% শেয়ার বেচে প্রায় ৪৫০ কোটি ডলার বা ৪০,৫০০ কোটি টাকা তুলতে পারে সংস্থাটি। এ নিয়ে মুখ খোলেনি রিলায়্যান্স। এখন দেশের বৃহত্তম আইপিও-র শিরোপা হুন্ডাই মোটর ইন্ডিয়ার। ২০২৪-এ প্রথম শেয়ার ছেড়ে ৩৩০ কোটি ডলার (প্রায় ২৯,৭০০ কোটি টাকা) তোলে। সূত্রের বক্তব্য, কোনও বড় সংস্থা আইপিও আনলে বাজারে অন্তত ৫% শেয়ার বিক্রি বাধ্যতামূলক। তা কমিয়ে ২.৫% করতে অর্থ মন্ত্রকের সায় চেয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি। সেই আর্জি মঞ্জুর হওয়া এবং বাজারের পরিস্থিতির উপরে জিয়োর শেয়ার ছাড়ার পরিমাণ নির্ভর করছে।

২০১৬-এ ৪জি এনে পরিষেবা শুরু করে জিয়ো। ২০১৯-এ মুকেশ জানান, ৫ বছরের মধ্যে শেয়ার ছাড়ার কথা ভাবছেন। করোনার সময়ে গুগ্‌লের মূল সংস্থা অ্যালফাবেট, ফেসবুকের মূল সংস্থা মেটার সঙ্গে জোটও বাঁধে জিয়ো। বাজার দুর্বল থাকায় পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন ক্ষেত্রে ব্যবসা ছড়ানোও আইপিও স্থগিতের অন্যতম কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন