—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)কাজে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের হয়রানির প্রতিবাদে এইআরওর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠালেন হাওড়ার বাগনান-২ ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক মৌসম সরকার।
সূত্রের খবর, বৃহস্পতিবার বাগনান বিধানসভার ইআরওর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠান। এ ছাড়াও হাওড়ার জেলাশাসক তথা ডিইও পি দিপাপ্রিয়া ও উলুবেড়িয়ার এসডিও-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের কাছেও তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন।
মৌসমের দাবি, তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের শুনানিকেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে যেখানে বেশির ভাগ ক্ষেত্রে ভুল বা ত্রুটি সিস্টেমের। সেখানে ভোটারদের এ ভাবে ডেকে পাঠানো তিনি নীতিগতভাবে মেনে নিতে পারছেন না। এই ত্রুটিগুলোর জন্য ভোটাররা দায়ী নয়। নির্বাচন কমিশনের অভ্যন্তরীন সমস্যা এটা। তাই কমিশনের সিস্টেমে ভুল ত্রুটির জন্য ভোটারদের এইভাবে হেনস্থা তিনি মেনে নিতে না পেরেই ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে সংশ্লিষ্ট ব্লকের ওসি-ইলেকশন হিসেবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজ যেমন করছেন তা করে যেতে চান তিনি।